মাদারীপুরে আলোচিত চার খুনের ঘটনায় অন্যতম আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁর সহযোগী সায়েদ মোল্লাকেও গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেপ্তার শাহজাহান খান (৪৫) মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার মৃত ইসমাইল খানের ছেলে। তিনি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার সহযোগি সায়েদ মোল্লা (৩৫) একই এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে। সোমবার রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকা থেকে শাহজাহান ও মঙ্গলবার সকালে ঢাকার বাড্ডা এলাকা থেকে সায়েদকে গ্রেপ্তার করা হয়েছে।র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সূত্র জানায়, খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে প্রতিবেশী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান ও বালু ব্যবসায়ী হোসেন সরদারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। এর জের ধরে ৮ মার্চ শাহজাহান খান ও হোসেন সরদারের নেতৃত্বে তাঁর লোকজন সাইফুল ও তাঁর ভাইদের কুপিয়ে হত্যা করেন।এ ঘটনার এক দিন পরেই সাইফুল ও আতাউর সরদারের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় শুরু থেকেই ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত কৃষক দলের নেতা শাহজাহান খান। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে তিনি রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৮ ও র‍্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে আসামি শাহজাহানকে গ্রেপ্তার করে। পরে পৃথক অভিযানে তার সহযোগি সায়েদ মোল্লাকে গ্রেপ্তার করে র‍্যাব।র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, চার খুনের ঘটনায় অন্যতম আসামি শাহজাহান দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে ধরতে র‍্যাব শুরু থেকেই তৎপর ছিলেন। সবশেষ তথ্য প্রযুক্তির সহযোগিতায় শাহজাহান ও তার সহযোগি সায়েদ খানকে গ্রেপ্তার করতে স্বক্ষম হয়েছে র‍্যাব। আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি’র হাতিরঝিল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান হাওলাদার (৬৮) ও তার স্ত্রী তাছলিমা আক্তারের (৫৪) নামে Read more

বাগেরহাটের তিন শিশুকে যৌন হয়রানি অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
বাগেরহাটের তিন শিশুকে যৌন হয়রানি অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাটের কচুয়ায় তিন শিশুকে যৌন হয়রানির ঘটনায় আজাহার আলী মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) Read more

সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান
সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান

সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই, জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

৮ শিক্ষকের মাদ্রাসায় ২ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ
৮ শিক্ষকের মাদ্রাসায় ২ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ২ পরীক্ষার্থী। তবে তাদের কেউ পাশ করতে পারেনি।

বাগেরহাটে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাটে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত মিস্ত্রি (৫০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগের ৪৮ নেতা-কর্মী কারাগারে
ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগের ৪৮ নেতা-কর্মী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার পৃথক তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন