রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত লিপি বেগম (৪৫) বরিশালের বাসিন্দা সাত্তার হাওলাদারে মেয়ে। বর্তমানে রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে পুলিশ ফাঁড়ি এলাকায় স্বামী কামাল হোসেনের সঙ্গে পরিবার নিয়ে থাকতেন।জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে আল-আমিন জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তার মাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে তার মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর