পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস, এম, শফিকুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ।সোমবার(১৪এপ্রিল)দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যা নিকেতনে বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়। এসময় শিশুসর্গ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক কবির আহমেদ আকন্দের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আতাউর রহমান,পাগলিডাংঙ্গী SESDP মডেল উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক হুমাউন কবিরসহ প্রমুখ।এসময় উপস্থিত বক্তারা বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভুয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ বক্তব্যে পঞ্চগড় জেলায় কর্মকালীন সময়ে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় জনকল্যাণমূলক কাজ করে জেলার সর্বস্তরের মানুষের সাথে সম্পর্ক স্থাপন, জেলা পুলিশের কল্যাণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ, জেলা পুলিশের সেবার মান ও প্রক্রিয়াকে পরিবর্তনের পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃংখলার নিরব বিপ্লব ঘটিয়েছেন। তার মেধা, পরিশ্রম ও পারদর্শিতার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেন। উপস্থিত সকলে বিদায়ী অতিথি ও তার পরিবারের সদস্যদের মঙ্গল ও কর্মজীবনের সুখ-সমৃদ্ধি কামনা করেন বক্তারাএসআর
Source: সময়ের কন্ঠস্বর