সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়, এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গন থেকে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈশাখী শোভাযাত্রায় পোস্টার, ফেস্টুন, ব্যানার সহ রংবেরঙের সাজে সজ্জিত হয়ে বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের কর্মীরা।শোভাযাত্রা শুরুর পূর্বে সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ণিল সাজে সাজানো হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সকাল থেকেই কলেজের সামনে শিল্পী ও আয়োজকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিশাল আকারের প্ল্যাকার্ড এবং অন্য শিল্পকর্মগুলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। রয়েছে ইলিশ, হাতি, বাঘ, ঘোড়াসহ গ্রামবাংলার বিভিন্ন ঐতুমিহ্যের প্রতিকৃতি। এ ছাড়া সবার পোশাকে লেগেছে উৎসবের রং। সরেজমিনে আরো দেখা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ও কুমিল্লা সরকারী কলেজের শিক্ষার্থীরা ও কুমিল্লা কলেজ থিয়েটারের কর্মীরা সেজেছে ভিন্নরকম সাজে। কেউ রাজা-রাণী, কেউবা বাংলার শেষ নবাবের সাজে, কেউ সাপুড়ে, কেউবা সন্যাসীর সাজে। বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন বলে জানিয়েছে সংগঠনগুলোর কর্মীরা। এর আগে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠে পহেলা বৈশাখের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহবায়ক মো. আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান সহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ বাংলাদেশে পালিত হয়ে আসছে আদিকাল থেকেই। এই উৎসব সকলের। সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ – আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে আপন করে নেয়। তাই আমরা সকলে মিলে আজ বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছি। এদিকে, ঢাক-ঢোলের তালে তালে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় র‍্যালিতে কুমিল্লার সাধারণ মানুষের ঢল নামে। এছাড়াও, নববর্ষকে ঘিরে কুমিল্লা নগরীতে দিনব্যাপী নানা আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠনগুলো। এই দিনটিকে গেলে যেন কুমিল্লা নগরীতে যেন এক অন্যরকম উৎসবের আমেজ বয়ে যাচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদায়ী মোস্তাফিজের গল্প তুলে ধরলো চেন্নাই
বিদায়ী মোস্তাফিজের গল্প তুলে ধরলো চেন্নাই

আইপিএলের এবারের আসর থেকে মোস্তাফিজুর রহমানের বিদায় আসন্ন। আর মাত্র দুই ম্যাচ খেলেই তিনি দেশের বিমান ধরবেন। জাতীয় দলের জিম্বাবুয়ে Read more

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে করা মামলায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কেন
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কেন

“গত সরকারের সময় আমরা দেখেছি যে ঐ সরকারের বিরুদ্ধে ঠিকভাবে কথাই বলা যেতো না। তারা কোনো সমালোচনা সহ্য করতো না। Read more

গিয়াস উদ্দিন আল মামুনের জামিন, কারামুক্তি শিগগির
গিয়াস উদ্দিন আল মামুনের জামিন, কারামুক্তি শিগগির

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির নেতা ও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন