চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম কর্তৃক ছাত্রদলের সাবেক নেতার বাবা কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।রবিবার (১৩ এপ্রিল) গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের পূর্ব ব্রজনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান কে বাড়িতে ডেকে মারধর করে হত্যার চেষ্টা করে।মারধরের শিকার জিল্লুর রহমানের বড় ছেলে ও গোমস্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মুহাইমিনুল বলেন, ২০২২ সালে শ্যামপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় অফিস সহকারী পদে আমাকে চাকরী দেয়ার কথা বলে শহিদুল চেয়ারম্যান আমার বাবার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা নেই। সে সময় শহিদুল চেয়ারম্যান ওই মাদ্রাসার সভাপতি ছিল। সেই টাকার মধ্যে ২ লাখ ৯৭ হাজার টাকা ফেরত দিয়েছে। বাকী টাকা আজ সকাল দশটায় বাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলামের বাড়িতে আনার জন্য গিয়েছিল। তার কাছে তার বাড়িতে গিয়ে টাকা চাইলে সে আমার বাবাকে কিলঘুষি মেরে বুকের উপরে পা চাপা দিয়ে গলা চেপে হত্যা চেষ্টা করে। এতে আহত হয়ে আমার বাবা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনার আমি বিচার চাই।এদিকে,বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।অপরদিকে,গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর