টাঙ্গাইলের মির্জাপুরে  জরিনা বেগম (৬৫নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার কররা কাওয়ালজানি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত উপজেলার উয়ার্শী ইউনিয়নের কররা কাওয়ালজানি গ্রামের মৃত চান্দু মিয়ার স্ত্রী জরিনা বেগম (৬৫)। পরিবারের সদস্যরা জরিনা বেগমের মৃত্যুকে আত্মহত্যা বললেও স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বসতঘর থেকে জরিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। পরিবারের লোকজনও স্পষ্ট করে কিছু বলছে না। তবে গলায় ফাঁস দিলে যেরকম দাগ হয় তার গলায় তেমন একটা দাগ দেখা যায়। সঠিক তথ্য জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এদিকে জরিনা বেগমের বাবার বাড়ির স্বজনরা দাবি করেন তার ছেলে এবং ছেলের স্ত্রীদের সাথে সম্পর্ক ভাল ছিলনা। তিনি পুত্রবধুদের দ্বারা প্রায়ই নির্যাতিত হতেন। সে কোথায় কিভাবে আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনা নাকি স্পেন: চ্যাম্পিয়ন হয়ে কারা বেশি টাকা পেল
আর্জেন্টিনা নাকি স্পেন: চ্যাম্পিয়ন হয়ে কারা বেশি টাকা পেল

দীর্ঘ এক মাসের লড়াই শেষে পর্দা নেমেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার ২০২৪ সালের আসরের।

আফগানিস্তানে বন্যায় নারী ও শিশুসহ ১৬ জনের মৃত্যু
আফগানিস্তানে বন্যায় নারী ও শিশুসহ ১৬ জনের মৃত্যু

বন্যায় ৫০০ বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন