গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ছাত্রদল নেতা সোহেল ফকিরের বিরুদ্ধে ২ লাখ টাকার বিনিময়ে জমি দখলের দায়িত্ব নেওয়ার অভিযোগ করেছেন ওয়ার্ড বিএনপির নেতা মামুন ফকির।জানা গেছে, ভুক্তভোগী মনির হোসেনের মালিকানাধীন ওই জমির বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। দীর্ঘদিন ধরে তিনি জমিটির দখল ও ব্যবহার করে আসছেন। সম্প্রতি স্থানীয় আনোয়ার হোসেন ওরফে ফজলুল হক, মমতাজ উদ্দিন, মোসলেম উদ্দিন, আল আমিন ও নাঈমসহ কয়েকজন ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন।এ বিষয়ে মনির হোসেন গাজীপুর আদালতে মামলা করলে আদালত জমিতে স্থিতাবস্থার (নিষেধাজ্ঞা) আদেশ দেন। তবে নিষেধাজ্ঞা থাকার পরও অভিযুক্ত ব্যক্তিরা টিনের বেড়া ও ছাপড়াঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালান। বাধা দিলে মনির হোসেনকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে তাঁর অভিযোগ।মনির হোসেন বলেন, “জমি রক্ষায় আমি আদালতের আশ্রয় নিয়েছি। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে আদালতের আদেশ উপেক্ষা করে অন্যায়ভাবে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন বি.এ. বলেন, আনোয়ার ড্রাইভারের কাছ থেকে সোহেল ফকির ২ লাখ টাকা নিয়েছেন এবং জমি দখলের দায়িত্বও নিয়েছেন। মামুনের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে রয়েছে, যেখানে তিনি বলেন, “সোহেল ফকিরকে আনোয়ার দুই লাখ টাকা দিছে। আমাকেও দুই লাখ দিলে ঘরবাড়ি ভেঙে পরিষ্কার করে দিব, ছেলেপেলে আছে, তাদের খরচ দিতে হবে।” এতে টাকার বিনিময়ে জমি দখলের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, “এই জমি আমার। মনির হোসেন অন্যায়ভাবে এটি খারিজ করে নিয়েছে।”সোহেল ফকিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিদস্যুতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের এ ধরনের ঘটনা এলাকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।শ্রীপুর থানা–পুলিশ জানিয়েছে, আদালতের নিষেধাজ্ঞার কপি সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফ্রিদিকে টপকে ওয়াসিমের অনন্য কীর্তি
আফ্রিদিকে টপকে ওয়াসিমের অনন্য কীর্তি

পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে হটিয়ে আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম।

ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের
ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে ঈদের বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ থাকায়, ভোগান্তিতে পড়েছে Read more

বাবা দিবসের কবিতা 
বাবা দিবসের কবিতা 

বাবা মানে পরম সখা, বাবা মানে শাসন বাবা মানে সন্তানের নিকট পরম শ্রদ্ধার আসন।

যশোরে শিশুকে যৌন নিপীড়ন, আ’লীগ নেতা গ্রেফতার
যশোরে শিশুকে যৌন নিপীড়ন, আ’লীগ নেতা গ্রেফতার

যশোরের মণিরামপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আওয়ামী লীগের নেতা বাবর আলী ওরফে বাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ Read more

পানি উন্নয়ন বোর্ডে একযোগে ৩৭ কর্মকর্তা-কর্মচারীর বদলির আবেদন
পানি উন্নয়ন বোর্ডে একযোগে ৩৭ কর্মকর্তা-কর্মচারীর বদলির আবেদন

পাবনার বেড়া পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীর একযোগে বদলি চেয়ে করা আবেদন ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন