শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের রবিবার (১২ এপ্রিল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দিন কিছু ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নাম ব্যবহার করে ইসরায়েলের পণ্য প্রচার করে, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল।ইসরায়েলী পণ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, ছাত্রদল কর্মী কাফি, শরিফ, সাজু প্রমুখ। সোমবার (১৩ এপ্রিল) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এই কাজ করেছে, তাদের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল, আছে এবং থাকবে।বিবৃতিতে ছাত্রদল আরও জানায়, ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে কিছু ব্যক্তি ছাত্রদলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছে। এই ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে এবং ছাত্রদলের আদর্শের পরিপন্থী।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, গতকাল ভর্তি পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যানারে প্রোগ্রাম করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য মেডিকেল টিম, বাইক সার্ভিস ও কলম, পানি বিতরণ করেছে ছাত্রদল। যারা ইসরায়েলি পণ্য প্রচারের সঙ্গে জড়িত, তাদের দায়ভার ছাত্রদল নেবে না কারণ যে এমন কাজকরেছে সে তার ব্যক্তিগত উদ্যোগে করেছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর