বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সামনে এক ঐতিহাসিক সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল (পিডব্লিউসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে আয়োজিত এই আসরে বিশ্বের মোট আটটি দেশ অংশ নেবে।স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল ২১ সদস্যের স্কোয়াড পাঠাবে, যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং একজন আম্পায়ার।বাংলাদেশ দলের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি শুধু আমাদের জন্য নয়, গোটা দেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।তবে এই গর্বের মুহূর্তটি পূর্ণতা পেতে এখনো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনিশ্চয়তা। মহসিন জানান, এই মুহূর্তে আমাদের কোনো স্পন্সর বা আর্থিক সহযোগী নেই। আমরা বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগটি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বিশ্বকাপ দলে পন্ত, দুবে, স্যামসন
ভারতের বিশ্বকাপ দলে পন্ত, দুবে, স্যামসন

শেষ পর্যন্ত শুভমান গিলের সুযোগ হলো না ভারতের বিশ্বকাপ দলে।

কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা: প্রধান বিচারপতি
কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা।

আজ বন্ধু দিবস
আজ বন্ধু দিবস

বাপ্পি লাহিড়ী আর মুন্না আজীজের গাওয়া গান—একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে এক সাথে সে হলো বন্ধু-বন্ধু আমার, Read more

ট্যাংকসহ নদীতে ডুবে পাঁচ ভারতীয় সেনার মৃত্যু
ট্যাংকসহ নদীতে ডুবে পাঁচ ভারতীয় সেনার মৃত্যু

চীন সীমান্তবর্তী লাদাখে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন