টাঙ্গাইলের ভূঞাপুর প্রকাশ্যে মাদকদ্রব্য বেচা কেনার দায়ে দু’জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।সোমবার (০৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা চত্তরে মাদক দ্রব্য বেচা-কেনার সময় পুলিশ দু’জনকে আটক করে।আটককৃত মাদক কারবারি জীবন চন্দ্র ওরফে নেপাল (৪৫) উপজেলা পরিষদের সামনে রাত সাড়ে নয়টার দিকে মো. অন্তর (২৫) নামে অপর কারবারির নিকট মাদক দ্রব্য বিক্রয় করার সময় পুলিশ তাদেরকে মাদকসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম শিয়ালকোল ঋষিপাড়া গ্রামের গুরুদাসের ছেলে জীবন চন্দ্র দাস ওরফে নেপালকে ৬ মাসের এবং ঘাটান্দি গ্রামের আলমের ছেলে মো: অন্তরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।উল্লেখ্য, জীবন চন্দ্র দাস ওরফে নেপালের নামে ভূঞাপুর থানায় একাধিক মাদক মামলা চলমান আছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর