বাংলা নতুন বছর স্বাগত জানাতে গ্রামে গ্রামে বসবে বৈশাখী মেলা। এ মেলাকে সামনে রেখে বছর জুড়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মৃৎশিল্পীরা মাটির হাড়ি-পাতিলসহ বিভিন্ন খেলনা সামগ্রী তৈরী করে থাকেন। এবারও তার ব্যতিক্রম করেনি তারা। আগামী সোমবার বাংলা নতুন বছর পহেলা বৈশাখ ও বাঙালি জাতির প্রাণের উৎসবে মেতে ওঠবে উপজেলার সর্বস্তরে মানুষ। এই দিনকে ঘিরে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে মেলা বসে থাকে। মেলাকে ঘিরে বিভিন্ন সামগ্রীর দোকান বসে। এই মেলায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাখে মাটির তৈরী বিভিন্ন সামগ্রীর দোকান। এই মেলাকে ঘিরে মাটির তৈরী সামগ্রী বিক্রি করার জন্য মৃৎশিল্পীরা প্রস্তুতি সম্পন্ন করেছেন। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১ টার দিকে সরেজমিনে উপজেলার বাসাইল ইউনিয়নের পালপাড়া ঘুরে দেখা গেছে,কুমারদের সুনিপুন হাতের ছোঁয়ায় নানা রঙে সেজেছে মাটির তৈরী হাড়ি-পাতিলসহ বিভিন্ন খেলনা সামগ্রী। তাদের এই মাটির তৈরী সামগ্রী গুলোতে যেন প্রানের ছোঁয়া লেগেছে। বোঝার উপায় নেই এ গুলো আসল নাকি মাটির তৈরী। উপজেলার যেখানেই মেলা বসে সেখানেই কুমারদের মাটির তৈরী সামগ্রী বিক্রি করার জন্য নিয়ে যান তারা। জানা যায়, রমজান ও করোনার প্রাদূর্ভাবের কারণে গত কয়েক বছর বৈশাখী মেলা না হওয়াতে সব থমকে গিয়েছিল মৃৎশিল্পীদের কর্মযজ্ঞ,কিন্তু এবার বৈশাখী মেলাকে ঘিরে ঘুরে দাড়ানোর নতুন স্বপ্ন দেখছেন উপজেলার বয়রাগাদী, রশুনিয়া, বাসাইল,রাজানগর, শেখরনগর এই ইউনিয়ন গুলো মৃৎশিল্পীর পরিবারগুলো।ভ‚ইরা গ্রামের মৃৎশিল্পী ননি পাল বলেন, এখন আগের মতো মাটির হাঁড়ি-পাতিল বিক্রি হয় না। তারপরেও বৈশাখী মেলা কে সামনে রেখে মাটির হাড়ি পাতিল তৈরী করেছি। আশা করছি এবার পহেলা বৈশাখে ভালো বিক্রি করতে পারবো,সেই স্বপ্ন দেখছি।বাসাইল ইউনিয়নের মৃৎশিল্পী কালিপদ পাল বলেন,‘আমি ৪০ বছর ধরে এ শিল্পের সাথে জড়িত আছি। আমরা বাব-দাদার পেশাও ছিল এটা। আমরা প্রতি বছর বৈশাখী মেলাতে মাটির তৈরী সামগ্রী বিক্রি করে থাকি। এখন মাটির তৈরী জিনিস পত্রের কদর কমেছে। এছাড়া আগের মতো বৈশাখী মেলা বসে না,তাছাড়া প্লাস্টিকের তৈরী জিনিস পত্রের চাহিদাও বেড়েছে। তাই বেকার হয়ে পড়েছে মৃৎশিল্পীর কারিগররা। অনেকেই পেশা পরিবর্তন করে স্বর্ণের কাজ, কেউ বিদেশে, কেউবা কামারের কাজও করছে। বাব-দাদারা এ কাজ করতো বলে আমরা ও করি, তবে কোন রকমে বেচে আছি।’  শেখরনগর ইউনিয়নের পাল পাড়া গ্রামের কৃষ্ণ পাল জানান, বৈশাখী মেলাকে সামনে দেশের বিভিন্ন প্রান্তের মেলার দোকানীদের কাছে সরবরাহ করার লক্ষ্যে প্রতিদিনই পাইকাররা এ সব মাটির তৈরী সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন। ঘরে ঘরে হাজার হাজার মাটির ব্যাংক, পুতুল ও অন্যান্য খেলনা তৈরী করা হয়েছে। তিনি আরো জানান,আমার বাবা,দাদারাও এই পেশায় জড়িত ছিল, আমরাও ধরে রেখেখি, তবে বেশী দিন হয়তো এই পেশায় থাকা যাবেনা । এখন আর আগের মতো মাটির তৈরীর আসবাপত্র চলে না ।  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, মৃৎশিল্পটা হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য।  আমরা চাই মৃৎশিল্পটা বেচে থাকুক । মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি ভাবে কোনো ধরনের সহায়তার সুযোগ থাকলে তা অবশ্যই করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে গণপিটুনিতে নির্মাণ শ্রমিক দুই ভাই নিহত
ফরিদপুরে গণপিটুনিতে নির্মাণ শ্রমিক দুই ভাই নিহত

ফরিদপুরের মধুখালীতে গণপিটুনিতে আশরাফুল খান (১৭) ও আশাদুল খান (১৫) নামে দুই ভাই নিহত হয়েছেন। এরা দুজনই নির্মাণ শ্রমিক। এ Read more

আ.লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট আজ
আ.লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট আজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট ঘোষণা আজ (৬ জুন।)

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

এবারো জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জাতীয় ঈদগাহে Read more

বেআইনিভাবে প্রেক্ষাগৃহে চলছে শাকিবের ‘দরদ’র টিজার
বেআইনিভাবে প্রেক্ষাগৃহে চলছে শাকিবের ‘দরদ’র টিজার

শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন চলছে মুক্তির প্রস্তুতি। এরই মধ্যে আইন ভঙের অভিযোগ উঠেছে সিনেমাটির প্রযোজনা Read more

বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জা‌রি
বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জা‌রি

বগুড়ার ধুনটে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা করা হয়েছে।

টানা বৃষ্টিতে ডুবেছে নোয়াখালী, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
টানা বৃষ্টিতে ডুবেছে নোয়াখালী, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

টানা বৃষ্টিতে নোয়াখালীর বেশিরভাগ এলাকা পানিতে ডুবে গেছে। এতে থমকে গেছে জীবনযাত্রা। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন