পটুয়াখালীর বাউফল উপজেলায় গাঁজাসহ মো. আলামিন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, আলামিন নওমালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জিয়া মঞ্চের সভাপতি।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তেতে এস আই মো মফিজুল ইসলামের নেতৃত্বে নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা আ. হালিমের ছেলে আলামিনকে নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর