রাজধানীর কদমতলী থানার রায়েরবাগের একটি বাসা থেকে মো. সায়েম হোসাইন (২৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান বলেন, সকালের দিকে রায়েরবাগের একটি বাসায় ফ্যানে সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় এক ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর