কিশোরগঞ্জের হোসেনপুরে গোয়ালঘরে আগুন লেগে শেফালী আক্তার নামের এক কৃষাণীর ৩ টি গরুসহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ওই কৃষাণীর।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামে এ ঘটনা ঘটেছে।স্থানীয় সুত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন হঠাৎই গোয়াল ঘরে আগুন লাগে। এতে গোয়ালঘরে থাকা তিনটি গরুসহ ১৫ মন চাল ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।কৃষাণী শেফালী আক্তার জানান, নিজের ও স্বামীর সঞ্চয় করা টাকা গুলো দিয়ে গরু লালন পালন করতেন। এগুলোই তাদের শেষ সম্বল ছিলো। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর