যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা মটরসাইকেল চালক গৃহবধুর স্বামী সেলিম হোসেন আহত হয়েছে।বৃহষ্পতিবার (১০এপ্রিল) রাত ৯ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৯ টার দিকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী দু’জনে নাভারন অভিমুখে যাচ্ছিলো। যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক মটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক সেলিম ও তার স্ত্রী তানিয়া খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানিয়া খাতুনকে মৃত ঘোষনা করে।এবি
Source: সময়ের কন্ঠস্বর