চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৫৬ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ সৌজন্য বৈঠক চলে। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মেহেরপুর জেলার ইছাখালি সীমান্ত এলাকার মেইন পিলার ১২৪ এর নিকট শূন্য রেখা বরাবর ভারতীয় অংশে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান ৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফের পক্ষে ৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমার ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন।বৈঠকে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল তৎপরতা জোরদারকরণ এবং গোয়েন্দা নজরদারির বিষয়সমূহে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তকে অধিক সুসংহত ও কার্যকরী করার লক্ষে বিজিবি-বিএসএফ যৌথভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডারগণ একমত পোষণ করেন। এছাড়াও সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সীমান্ত সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনার তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের বিষয়ে উভয় ব্যাটালিয়ন কমান্ডারগণ সম্মত হন। সৌজন্য বৈঠক শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার মেইন পিলার ১২৪ নং সহ তৎসংলগ্ন সীমান্ত পিলারসমূহ যৌথভাবে পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় উভয় পক্ষের স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

ইটভাটায় অভিযান করলে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি: ফিরোজ
ইটভাটায় অভিযান করলে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি: ফিরোজ

জিগজাগ ইটভাটায় অভিযান করা হলে আন্দোলনের মাধ্যমে সারাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ Read more

সবচেয়ে কম ব্যয়ের শহর
সবচেয়ে কম ব্যয়ের শহর

যারা কম খরচে ভ্রমণ করতে চান তাদের গন্তব্য হতে পারে আবুজা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন