সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সকালে জেলা প্রশাসক শরীফা হকসহ সংশ্লিষ্টরা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক শরীফা হক জানান, জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার মোট পরীক্ষার্থী ৪৮ হাজার ২৩৩ জন অংশ নিয়েছেন। জেলায় মোট ৮৫টি কেন্দ্রের ৪৭টি ভেন্যুতে এই পরীক্ষা চলছে৷ এসএসসি ৩৬ হাজার ৭৯৩ জন, দাখিল ৬ হাজার ৫৮৮, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৮০০ এবং ভোকেশনাল (দাখিল) ৫২ জন। সকল কেন্দ্র ও ভেন্যুতে শান্তিপূর্ণভাব পরীক্ষা চলছে৷ এখন পর্যন্ত কোন ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর