সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গাড়িচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ সিডিএ চালকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) একজন গাড়ি চালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাংবাদিক গাজী গোফরান। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হলরুমে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও মানবাধিকার অ্যালায়েন্স। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাংবাদিক গাজী গোফরান বলেন, আমি নিজে একজন সংবাদকর্মী হয়েও আজ আপনাদের সামনে উপস্থিত হলাম সিডিএ’র একজন দূর্নীতিবাজ কর্মচারীর রোষানল থেকে নিজেকে রক্ষা করার জন্য। এই দূর্নীতিবাজ কর্মচারী মহিউদ্দিন বিগত আওয়ামী স্বৈরশাসকের দোসর হলেও এখনো বহাল তবিয়তে রয়েছেন। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর থেকে অব্যাহত মামলা-হামলার হুমকি এবং সর্বশেষ গাড়িচাপায় হত্যা চেষ্টা আমার জীবনকে বিষিয়ে তুলেছে। পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করতেছি। সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ সিডিএ’র গাড়ি চালক মহিউদ্দিনের অপরাধ কর্মকাণ্ডকে উসকে দিচ্ছেন জানিয়ে সাংবাদিক গাজী গোফরান বলেন, খুবই দুঃখজনক একটি অপ্রিয় সত্য যা শুনলে আপনারা হতবাক হবেন, আমার বিরুদ্ধে মহিউদ্দিন যেসব ষড়যন্ত্রের বীজ বপন করতেছেন সেসব ঘৃণ্যতম কাজে অনৈতিক সুবিধা নিয়ে সহযোগিতা করে যাচ্ছেন কয়েকজন সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। এমনকি মহিউদ্দিনকে উস্কে দিয়ে বলা হচ্ছে, আমার বিরুদ্ধে মামলা করলে তারা সহযোগিতা করবেন, মামলা নেওয়ার জন্য ওসিকে সুপারিশ করবেন। যার প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে। এর চাইতে লজ্জার কোন বিষয় সাংবাদিক সমাজের জন্য হতে পারে না, জীবনের সমস্ত ঘৃণা নিক্ষেপ করলাম তাদের প্রতি। আমি প্রেসক্লাবের সদস্য নই বলে অনৈতিক সুবিধা নিয়ে আমার বিরুদ্ধে অপরাধীকে সহযোগিতা করা শুধু বৈষম্য নয় সেটা নিজের পেশাকেও কলংকিত করা বলে মনে করি।প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে গাজী গোফরান বলেন, দূর্নীতিবাজ কর্মচারী মহিউদ্দিনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে আমার জীবনের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, সিডিএ চেয়ারম্যান, দুদক এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। যাতে আমি স্বাভাবিকভাবে অপরাধীর রক্তচক্ষু উপেক্ষা করে সমাজের সমস্ত অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে এবং নির্যাতিতের পক্ষে কলম ধরতে পারি।প্রসঙ্গত, সাংবাদিক গাজী গোফরান অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কন্ঠস্বর’-এর চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। গত ২১ মার্চ ‘সময়ের কন্ঠস্বর’ পোর্টালে “সিডিএর ড্রাইভার মহিউদ্দিন, ঘুষের টাকায় বিলিয়নিয়ার!” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে গত ২ এপ্রিল, মঙ্গলবার, রাত আনুমানিক ৮টার দিকে তিনি কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। বাকলিয়া থানার কালামিয়া বাজার মোড়ে পৌঁছালে সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আ.হ.ম. মিছবাহ উদ্দীনের জন্য বরাদ্দকৃত সরকারি পাজেরো জিপ (চট্টমেট্রো- ঘ-১১-১২৯৬) ব্যবহার করে চালক মোহাম্মদ মহিউদ্দিন তাকে চাপা দেওয়ার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন। জিডিতে আরও বলা হয়, তিনি দ্রুত পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় মহিউদ্দিন তাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় একই দিন জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গাজী গোফরান। পরবর্তীতে, গত ৭ এপ্রিল তিনি সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের কাছে লিখিত অভিযোগ জমা দেন। সিডিএ কার্যালয়ে অভিযোগ গ্রহণকালে চেয়ারম্যান মনোযোগ সহকারে বিষয়টি শোনেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে সিডিএ সচিব রবীন্দ্র চাকমাকে ঘটনা তদন্ত করে অভিযুক্ত চালক মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫৭ ব্রোকারের ৪০০ কোটি টাকার বিনিয়োগ ফেরানোর নির্দেশ
৫৭ ব্রোকারের ৪০০ কোটি টাকার বিনিয়োগ ফেরানোর নির্দেশ

পুঁজিবাজারের সদস্যভুক্ত ৫৭টি ব্রোকারেজ হাউজের বিভিন্ন খাতে বিনিয়োগকৃত প্রায় ৪০০ কোটি টাকা মূল ব্যবসায় ফিরিয়ে আনার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে Read more

ভিপি নুরের আদালত অবমাননা: রায় ১১ জুলাই
ভিপি নুরের আদালত অবমাননা: রায় ১১ জুলাই

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের রায়ের জন্য আগামী ১১ জুলাই তারিখ Read more

গাজীপুরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩
গাজীপুরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩

গাজীপুরের গাছা এলাকা থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা ১২ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি মনিরুজ্জামান ওরফে মনিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে Read more

নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত, সরকারি আইনজীবীর নামে মামলা
নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত, সরকারি আইনজীবীর নামে মামলা

নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে শরীয়তপুর জজ আদালতের সরকারি কৌসুলি (জিপি) ও জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর মুন্সীর বিরুদ্ধে মামলা হয়েছে।

ইসরায়েল হয়তো গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র
ইসরায়েল হয়তো গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

গাজা যুদ্ধের সময় কিছু ক্ষেত্রে আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন