কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদুরে গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ভিকটিম উদ্ধারের ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে ১২ মানবপাচারকারী আটকসহ ১৮ জন দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে গভীর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ পন্থায় মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় ২১৪ জন নর-নারী ও শিশুকে উদ্ধার করে সেন্টমার্টিনে কর্মরত কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এরপর উদ্ধারকৃত ভিকটিমদের মধ্যে উক্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।বুধবার (০৯ এপ্রিল) রাতে এবিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।তিনি বলেন, অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় বাংলাদেশ নৌবাহিনীর হাতে ট্রলারসহ ভিকটিম উদ্ধার করার পাশাপাশি মানবপাচারে জড়িত ১২ জন দালালকে আটক করে।এরপর ভিকটিমদের স্বীকারোক্তি মোতাবেক আটক পলাতকসহ ১৮ জনকে এজাহারভুক্ত আসামি করে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছে কোস্টগার্ড। পলাতক মানবপাচারী দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অপরাধীদের ধরতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য স্থানীয় সু-শীল সমাজের প্রতি আহ্বানও জানান তিনি।এআই
Source: সময়ের কন্ঠস্বর