টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি ফজল হক (৫০) কে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) ভোরে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান।গ্রেপ্তারকৃতরা হলেন- সখিপুর উপজেলার হাতিবান্ধা পূর্বপাড়া গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী রুমেলা (৩৭), একই এলাকার মৃত সিরাজের স্ত্রী গোলবাহার ও গেচুয়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে জাফর (৩২)।মামলা সূত্র ও স্থানীয়রা জানায়, নিহত ফজল হক ও একই গ্রামের ফুপাতো ভাই মৃত মজিবর রহমানের ছেলে পারভেজের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার ২৭ এপ্রিল সকালে ভাতিজা পারভেজসহ অন্তত ২৫ জন নিহত ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখলে নিতে যায়। এতে ফজল হক ও তার পরিবারের লোকজন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফজল হক, তার ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্ত্রী মরিয়ম বেগম ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের নামে মামলা দায়ের করেন।বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম বলেন, ফজল হক দীর্ঘদিন বাঁশতৈল ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর