যশোরের চৌগাছা উপজেলা শহরের সেই মায়ের দোয়া প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাশের পল্লবী হাসপাতালের ভুয়া ডা. শেখর চন্দ্র দেবনাথকে লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (৯ এপ্রিল) যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুটি হাসপাতালে অভিযান পরিচালনা করে। এসময় নানা অনিয়মের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ উপস্থিত ছিলেন। জানা গেছে, মায়ের দোয়া প্রাইভেট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালে। এরপর থেকে লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাড়ে ৪ বছর আগে ডায়াগনস্টিক সেন্টার খোলা হয়েছিলো। মালিকপক্ষ আর্থিকভাবে লাভবান হতে বছরের পর বছর অবৈধভাবে রোগীদের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। সেখানে প্যাথলজি বিভাগের কনসালটেন্ট নেই। ল্যাব টেকনিশিয়ান নিয়েও সন্দেহ রয়েছে। ২০২০ সালে ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর আবেদনটি পেন্ডিংয়ে রাখে। চিকিৎসা ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার নামে রীতিমতো মহা প্রতারণা চালানো হচ্ছিলো।সূত্র জানায়, নানা অনিয়মের অভিযোগে ২০২০ সালের ৬ আগস্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মায়ের দোয়া প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করে। এসময় লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া, ফ্রিজে মাংস ও রক্তের ব্যাগ রাখা, নোংরা পরিবেশে ব্যাঙ লাফালাফির কারণে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়। সেখানকার অস্ত্রোপচার কক্ষের অবস্থা ছিলো খুবই নাজুক। ক্লিনিকের জরুরি বিভাগে মেডিকেল অফিসার না থাকা ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার অভিযোগের সত্যতা পান তদন্ত কমিটি। এসব অনিয়ম ও ত্রুটি সংশোধনের জন্য আল্টিমেটাম দেয়া হলেও তা পরে মানা হয়নি। অভিযোগ উঠেছে, কিছু দিন পর সিভিল সার্জন অফিসের সাবেক এক কর্মকর্তার সাথে মালিকপক্ষ দেনদরবারের মাধ্যমে হাসপাতালে কার্যক্রম শুরু করে। পরে সেখানে অবৈধভাবে ডায়াগনস্টিক কার্যক্রম শুরু করা হয়। বছরের পর বছর অবৈধভাবে কার্যক্রম চলে আসলেও মায়ের দোয়ার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ফলে নানা অনিয়মের মধ্যে সেখানে চিকিৎসা কার্যক্রম পরিচালনা হয়ে আসছিলো।সর্বশেষ সেখানে ভুল সিজারিয়ান অস্ত্রোপচারের শিকার হয়ে ১৭ মার্চ মারা যান চৌগাছা পৌরসভার বাকপাড়ার তৌহিদুর রহমানের স্ত্রী হাসনাহেনা। মায়ের দোয়া প্রাইভেট হাসপাতালের নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে টনক নড়ে স্বাস্থ্য বিভাগের। চৌগাছা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান জানিয়েছেন, নানা অনিয়মের অভিযোগ অভিযান চালিয়ে মায়ের দোয়া হাসপাতাল সিলগালা ও পল্লবী হাসপাতালের ভুয়া ডাক্তার শেখর চন্দ্র দেবনাথকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, মায়ের দোয়া প্রাইভেট হাসপাতালে ভুল সিজারিয়ান অস্ত্রোপচারে রোগীর মৃত্যুসহ নানা অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছিলো। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।এছাড়া পল্লবী হাসপাতালে দায়িত্ব পালনকালে ডাক্তার পরিচয়দানকারী শেখর চন্দ্র দেবনাথকে চ্যালেঞ্জ করা হয়। এসময় তিনি ডিগ্রিধারী কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ফলে ভুয়া ডাক্তার প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। এনআই
Source: সময়ের কন্ঠস্বর