ফিলিস্তিনের জনগনের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধ ও মানবাধিকার বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বরিশালের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন সংগঠন।বুধবার (০৯ এপ্রিল) বেলা ১১টায় নগরীর জিলাস্কুল মোড় থেকে প্রতিবাদ মিছিল বের করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তারা নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে বিক্ষোভ করে।এর পর পরই ফিলিস্তিনে ইসরায়েলি বাহীনির হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিক্ষোভ করে বাম গণতান্ত্রিকনজোট। বেলা ১২টায় নগরীর সদর রোডে বিক্ষোভ করে তারা। এর আগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতৃবৃন্দরা।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গণহত্যা বন্ধে দ্রুত যাতে জাতিসংঘ সহ সংশ্লিষ্টরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান।এআই
Source: সময়ের কন্ঠস্বর