বিশ্বব্যাপী আয়োজিত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সোমবার (০৭ এপ্রিল) এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি এক বিবৃতিতে বলেন, মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এ আহ্বানে সাড়া দিয়েছি।তিনি আরও বলেন, “গাজায় ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং তীব্রভাবে এর নিন্দা জানাই। নারী, শিশু ও বৃদ্ধ কেউই গাজায় নিরাপদ নন। এটি আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতা বিরোধী অপরাধের শামিল।”ভাইস চ্যান্সেলর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গাজায় চলমান সহিংসতা অবসানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।এআই
Source: সময়ের কন্ঠস্বর