কুপ্রস্তাবে রাজি না হওয়া সেই নারী গার্মেন্টস কর্মী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৩ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন। রোববার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. শাহিন মিয়া।মামলা সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার জনৈক রহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন ভুক্তভোগী ওই নারী। গত শুক্রবার ৪ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে ওই নারীর মোবাইল ফোনে মির্জাপুর উপজেলার গোড়াই সাউথইস্ট টেক্সটাইলের জেনারেল ম্যানেজার আলতাব হোসেন কল দিয়ে তাকে বোর্ডঘর স্ট্যান্ডে আসতে বলেন। জানতে চাইলে তাকে বলা হয় বকেয়া বেতনের টাকা নিয়ে যেতে। পরে সেখানে গেলে আলতাব, শাহিনুর ও স্বাক্ষর জোর করে একটি হাইচ গাড়িতে উঠিয়ে নির্জন জায়গায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। পরে অচেতন অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর শনিবার রাতে কালিয়াকৈর থানায় আলতাব, শাহিনুর ও স্বাক্ষর হোসেনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলা নম্বর ১০।এরআগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিলেটে কয়েক মাস পূর্বে চাকুরি নেন ওই নারী। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার আলতাব হোসেন ও ডেপুটি জেনারেল ম্যানেজার স্বাক্ষর হোসেন ওই নারীকে ডিউটিরত অবস্থায় রুমে ডেকে নিয়ে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ার গত ১৭ মার্চ তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ২২ মার্চ প্রতিষ্ঠানের দুইজনের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই নারী।অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাকুরি হারিয়েছেন এমন একটি অভিযোগ পেয়েছিলাম। তদন্তে কুপ্রস্তাবের কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি।এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. শাহিন মিয়া জানান, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘যে আগুন নিভিয়ে দেয়ার চেষ্টা করছে সেটা ধিকি ধিকি জ্বলবে’
‘যে আগুন নিভিয়ে দেয়ার চেষ্টা করছে সেটা ধিকি ধিকি জ্বলবে’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন Read more

সৈকতের উন্মুক্ত লাইব্রেরি এখন  ‘আবু সাঈদ চত্বর’
সৈকতের উন্মুক্ত লাইব্রেরি এখন  ‘আবু সাঈদ চত্বর’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত কর্তৃক প্রতিষ্ঠিত উন্মুক্ত লাইব্রেরিটি এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন