কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১২জন আসামিকে আটক করা হয়েছে। শনিবার থেকে রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জন আসামিকে আটক করা হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আটককৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এর মধ্যে ২জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন মামলার আসামি ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এছাড়া চকরিয়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।এআই
Source: সময়ের কন্ঠস্বর