বরগুনার তালতলীতে ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (০৫ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।নিহত কৃষক কাদের মুন্সী একই এলাকার মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে বোরো ধান চাষ করেন একই গ্রামের সিদ্দিক ও নাসির মিয়া। তাদের ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। এর পাশেই বোরো ধান চাষ করেন একই গ্রামের কৃষক কাদের মুন্সী। তিনি আজ বিকাল চার টার দিকে তার ধান ক্ষেত দেখতে যান। পরে সন্ধ্যায় বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত আট টার দিকে ধান খেতে বৈদ্যুতিক ফাঁদের পাশে তাঁর লাশ পাওয়া যায়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা করেন স্থানীয় বাসিন্দারা।কৃষক কাদের মুন্সীর মৃত্যুর পর বৈদ্যুতিক ফাঁদ পাতা সিদ্দিক ও নাসির মিয়া আত্মগোপনে চলে গেছেন।নিহত ছেলে তরিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা বিকালে ধান ক্ষেত দেখতে যান। পরে সন্ধ্যায় বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করি। একপর্যায়ে প্রতিবেশী সিদ্দিক ও নাসির মিয়ার ক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তার মরাদেহ দেখতে পাই।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুঘল সম্রাট আওরঙ্গজেব ও হীরাবাঈয়ের ভালোবাসার গল্প
মুঘল সম্রাট আওরঙ্গজেব ও হীরাবাঈয়ের  ভালোবাসার গল্প

ঘটনার সূচনা হয়েছিল মধ্য ভারতের বুরহানপুর শহর হয়ে আওরঙ্গবাদ যাওয়ার সময়। খালা-খালুর সাথে দেখা করতে গিয়ে হৃদয়ে হোঁচট খান যুবরাজ।

কুমিল্লায় ১ মণ ধানের দামেও শ্রমিক মিলছে না 
কুমিল্লায় ১ মণ ধানের দামেও শ্রমিক মিলছে না 

কুমিল্লায় দক্ষিণা বাতাসে বোরো জমিতে দুলছে সোনালী ধান। এখন চলছে ধান কাটা-মাড়াই উৎসব। তবে জেলায় ধান কাটার শ্রমিকের সংকট রয়েছে। 

দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক আইনের আওতায় আনা হবে: আইজিপি
দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক আইনের আওতায় আনা হবে: আইজিপি

আইজিপি বলেন, ‘নিহত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।’

বিচারব্যবস্থার উন্নয়নে জাইকার টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্ট চালু
বিচারব্যবস্থার উন্নয়নে জাইকার টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্ট চালু

সহযোগিতামূলক এই প্রকল্পের অধীনে, আইনি অবকাঠামো শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের সকল নাগরিকের জন্য ন্যায়বিচারের প্রাপ্যতা নিশ্চিতে কাজ করবে জাইকা

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন