ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া উড়াল সেতুর নিচের জায়গা দখল করে আনিশা জল কুটির অ্যান্ড ফটো গ্যালারী নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছে। এতে ওই সড়কে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।জানা যায়, মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিংয়ের পূর্ব পাশে মহাসড়কের দক্ষিণ পাশে জালাল উদ্দিন নামে এক ব্যক্তির আনিশা জল কুটির নামে একটি ফাস্টফুডের দোকান রয়েছে। এবার ঈদের আগের দিন থেকে ওই ফাস্টফুডের দোকানের উল্টো পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় উড়াল সেতুর নিচে নির্মিত স্থাপনায় তিনি আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ব্যবসা প্রতিষ্ঠানটির জন্য লম্বা আকারের ঘর তৈরি করা হয়েছে। চিকন লোহার তৈরি জাল দিয়ে চারপাশে বেড়া দেয়া হয়েছে। সেখানে দোকান থেকে ইচ্ছেমত খাবার খাচ্ছেন ঈদের ছুটিতে ঘুরতে আসা লোকজন। প্রতিদিন দুপুরের পর থেকে ভীড় বাড়তে থাকে। সন্ধার পর প্রচুর লোক সমাগম হয় এবং রাত ১০ থেক ১১ টা পর্যন্ত চলে।তোফাজ্জল হোসেন নামে এক রিকশা চালক বলেন, লোকজনের ভীড়ের কারণে ওই এলাকায় সার্ভিস লেন দিয়ে রিকশা চালানো কষ্টকর হয়ে পড়েছে। লোকজনের ভীড় ঠেলে সেখান দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।সিএনজি মতিউর রহমান বলেন, তাঁদের মহাসড়কের উপর দিয়ে চলাচল নিষেধ থাকায় সার্ভিস লেন দিয়ে চলাচল করতে হয়। কিন্তু ধেরুয়া এলাকায় রাস্তার দুই পাশে দোকান থাকাতে তাঁদের যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।ফাস্টফুডের মালিক জালাল উদ্দিন বলেন, উড়াল সেতুর নিচে তাদের জায়গা ছিল। সরকার সেই জায়গায় রাস্তা করেছে। উড়াল সেতুর নিচে খালি জায়গা থাকায় সেখানে তিনি দোকান করেছেন।এব্যাপারে মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শামীম কবির জানান, ওই স্থানে যিনি ব্যবসা চালাচ্ছেন তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুরুর ২৩ সেকেন্ডেই ইউরোর দ্রুততম গোল খেলো ইতালি 
শুরুর ২৩ সেকেন্ডেই ইউরোর দ্রুততম গোল খেলো ইতালি 

ইউরোর ইতিহাসে এটি সবচেয়ে দ্রুততম গোল।

সাইফুদ্দিন থেকে যেটা আশা করছিলাম কমবেশি ছিল, তানজীম ভালো করবে: শান্ত
সাইফুদ্দিন থেকে যেটা আশা করছিলাম কমবেশি ছিল, তানজীম ভালো করবে: শান্ত

বিশ্বকাপ দলে মোহাম্মদ সাইফুদ্দিনের না থাকা নিয়ে এখনো আলোচনা-সমালোচনা থামেনি। দল ঘোষণার দিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যাখ্যা Read more

শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছেন
শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছেন

শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে, তার জন্য দিল্লি Read more

জিম্বাবুয়েকে ম্লান করে আয়ারল্যান্ডের দুর্দান্ত জয়
জিম্বাবুয়েকে ম্লান করে আয়ারল্যান্ডের দুর্দান্ত জয়

বেলফাস্টে আয়ারল্যান্ডের লক্ষ্য ছিল কেবল ১৫৮ রান। তাড়া করতে নেমে ২১ রানেই তাদের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে। জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগ্রাভার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন