একপাশে ফসলের মাঠ,আর বাকি তিন পাশ সবুজ পাহাড়। লাল মাটির উঁচুনিচু টিলা ও আঁকাবাঁকা রাস্তা পার হয়ে চাম্বি লেকের দেখা মিলবে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামের জয়নগর এলাকায়। চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামের জয়নগরে চাম্বি খালে বাঁধ দিয়ে নির্মিত হয়েছে চাম্বি রাবার ড্যাম। আর এই রাবার ড্যামকে ঘিরে গড়ে উঠছে পর্যটন। চুনতি চাম্বি রাবার ড্যাম বদলে দিচ্ছে এই এলাকার কৃষি ও পর্যটন। যেটি এখন সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র। চাম্বি রাবার ড্যাম এলাকার কৃষি ও পর্যটনের উন্নয়নে রেখেছে দারুণ অবদান। ড্যাম নির্মাণের পর ফারাঙ্গা ও নারিশ্চার বহু জমি চাষাবাদের সুযোগ সৃষ্টি হয়। মূলত এটি একটি সেচ প্রকল্প। এলজিইডির  উক্ত প্রকল্পের নির্দেশনা মোতাবেক চাম্বি খাল ব্যবস্থাপনা সমবায় সমিতি রাবার ড্যামের কৃষি, মৎস্য ও পর্যটন স্পট দেখাশুনা করে এবং এলজিইডি মনিটরিং করেন। এই রাবার ড্যাম প্রকল্পের পর্যটন স্পটে ৯ জন কর্মচারী রয়েছে। রাবার ড্যামের জমানো পানি দিয়ে প্রতিবছর চুনতির পানত্রিশা, ফারাঙ্গা ও নারিশ্চার প্রায় ৫০০ একর জমি চাষাবাদ হয়। আর ৫ শতাধিক একর লেকের জায়গার জমানো পানিতে (যা উজানে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত) মৎস্য চাষ হয়। একদিকে রাবার ড্যামের জমানো পানি উজানে সৃষ্টি করেছে আকর্ষণীয় চাম্বি লেক। স্থলভাগে গড়ে উঠেছে পর্যটন এলাকা। সরেজমিনে দেখা গেছে, রাবার ড্যামের বাঁধের উপর একটি ফুট ব্রিজ নির্মাণ করা হয়েছে। রাবার ড্যামের জমানো পানি উজানে সৃষ্টি করেছে আকর্ষণীয় চাম্বি লেক। লেকের জমানো পানি উজানে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। লেককে আনা হয়েছে মৎস্য প্রকল্পের আওতায়। ঈদ উপলক্ষে লোহাগাড়াসহ আশপাশের এলাকা থেকে প্রচুর পর্যটক আসছে এখানে।একপাশে সমতল, তিন পাশে সবুজ পাহাড়ে ঘেরা স্বচ্ছ পানির চাম্বি লেক। চাম্বি লেক থেকে একটু দূরে রয়েছে হাতির প্রাকৃতিক প্রজনন কেন্দ্র।  এখানে রয়েছে ফ্যামিলি ট্রেন। শিশুদের জন্য রয়েছে কিডস জোন। পর্যটকদের জন্য চালু করা হয়েছে রেস্টুরেন্ট। লেকের মাঝখানে আছে মায়া দ্বীপ। যেখানে যাওয়ার জন্য রয়েছে ড্রামভেলা। পাহাড়ের টিলায় তিনটা গোলঘর; যেখান থেকে পুরো পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য এক পলকে উপভোগ করা যায়। নামাজের জন্য রয়েছে মসজেদ। এ ছাড়াও পর্যটকদের অবকাশযাপনের জন্য নির্মাণ করা হচ্ছে রিসোর্ট। লেকে রয়েছে মনোরম পিকনিক স্পট। এই শীতে চাম্বিলেক পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে ভ্রমণ পিপাসুদের। এ লেকে যারা একবার এসেছেন প্রকৃতি তাদের বারবার আসতে বাধ্য করবে।চাম্বি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহাবুবর রহমান চৌধুরী জানান, চাম্বি রাবার ড্যামের কারণে কৃষি, মৎস্য ও পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। রাবার ড্যামের জমানো পানি দিয়ে প্রতি বছর ৫০০ হেক্টর জমিতে চাষাবাদ করা সম্ভব। এছাড়া পর্যটন খাতে ব্যাপক অবদান রাখছে।লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইনামুল হাছান জানান, চুনতি পানত্রিশা রাবার ড্যাম প্রকল্প সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ও এটি কৃষি, মৎস্য সেক্টরে অবদান রাখছে। উপজেলা প্রশাসন এটির আরও সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা
বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা

আসন্ন চলতি হজ মৌসুমে বাংলাদেশসহ ১৩টি  দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদিআরব সরকার।যেসব দেশের ওপর এই নিষেধাজ্ঞা Read more

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় সিএসই ও চেল্লা সফটের চুক্তি
কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় সিএসই ও চেল্লা সফটের চুক্তি

বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে ক্লিয়ারিং সেটেলমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং ভারতীয় চেল্লা সফটওয়্যার Read more

‘সব দেশের সঙ্গে সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে’
‘সব দেশের সঙ্গে সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে’

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

ঝালকাঠিতে আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ঝালকাঠিতে আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন