ময়মনসিংহের ফুলপুরে টিকটকের ভিডিওর আসক্তিতে প্রাণ গেল সৌরভ ক্ষত্রিয় (৬) নামের স্কুল ছাত্রের। শুক্রবার (৪ এপ্রিল)রাতে সৌরভ মরদেহ বাড়িতে পৌঁছাতেই পরিবারে থামছেই না শোকের মাতম। শান্তনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেছে প্রতিবেশী এবং স্বজনেরা।এলাকাবাসী জানান, সৌরভ তার বন্ধুদের নিয়ে টিকটিক ভিডিও বানাতো হাকিম ভাই নামের একটি ফেইসবুকে পেইজে বেশি কিছু ভিডিও আছে সৌরভের।নিহত সৌরভ ক্ষত্রিয় উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের সত্যেন্দ্র ক্ষত্রিয় নাতি। মা শ্রী রানু রাণী ক্ষত্রিয় এর সাথে বাবা জুটন ক্ষত্রিয় এর বিচ্ছেদ হওয়ার পর থেকে নানার বাড়িতেই থাকতো সৌরভ। পড়াশোনা করতো পাতিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে।গত শনিবার সকালে বাড়ির পাশের এক পরিত্যক্ত জলাশয়ে (গর্তে) ভিডিও বানাতে গিয়ে পায়ে চোট পেয়ে ক্ষত সৃষ্টি হয়ে রক্তাক্ত হলে স্থানীয়রা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে।গতকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে এসকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সৌরভ।স্থানীয়রা জানান এলাকার কিছু উৎশৃংখল কিশোর টিকটকে ভাইরাল হতে চ্যালেঞ্জিং ভিডিও কন্টেন্ট তৈরি করে। কেউ প্রতিবাদ করলে হেনেস্তার শিকার হতে হয় ।টিকটকে ভাইরাল হবার আসক্তিই সৌরভের প্রাণ গেল। যারা টিকটকের জন্য কন্টেন্ট তৈরি করার জন্য সৌরভকে নিয়ে যেত তাদের আইনের আওতায় আনা উচিত।পিএম
Source: সময়ের কন্ঠস্বর