চট্টগ্রামের আলোচিত বাকলিয়া এক্সেস রোডে সংঘটিত ডাবল মার্ডারের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে সিএমপি বাকলিয়া থানা পুলিশ। বুধবার (২ এপ্রিল) গভীর রাতে ফটিকছড়ি ও চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. বেলাল ও মো. মানিক।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন সময়ের কণ্ঠস্বর-কে জানান, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্ত করি। এর ভিত্তিতে অভিযানে নেমে আমরা মো. বেলাল ও মো. মানিককে গ্রেফতার করতে সক্ষম হই। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”গত ৩০ মার্চ, রোববার গভীর রাতে বাকলিয়া এক্সেস রোডের শেষপ্রান্তে গুলজার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারকে (চট্ট মেট্রো- গ-১২-৯০৬৮) লক্ষ্য করে সন্ত্রাসীরা ব্রাশফায়ার চালায়। এতে গাড়িতে থাকা বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ রিফাত ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও চারজন, যাদের অবস্থা গুরুতর। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও তদন্ত সংশ্লিষ্টদের মতে, এই হত্যাকাণ্ড কোনো পূর্বপরিকল্পিত প্রতিশোধপরায়ণ হামলা হতে পারে। পুলিশের সূত্রে জানা গেছে, নিহতরা একটি ব্যবসায়িক দ্বন্দ্বের সঙ্গে যুক্ত ছিলেন, যা নিয়ে সম্প্রতি কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে ঘটনার আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল পরিকল্পনাকারী ও অন্য জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।বৃহস্পতিবার (৩ এপ্রিল) গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা বাড়ছে বলে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে বাকলিয়া, চান্দগাঁও ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে বিশেষ নজরদারি বাড়ানো হবে এবং সন্ত্রাসীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়রা দাবি করছেন, দ্রুততম সময়ে বাকি আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস হামলার পুনরাবৃত্তি না ঘটে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরের কাশিমপুরে ঢাকনাবিহীন ম্যানহোল যেন মরণ ফাঁদ
গাজীপুরের কাশিমপুরে ঢাকনাবিহীন ম্যানহোল যেন মরণ ফাঁদ

গাজীপুরের কাশিমপুরে আঞ্চলিক সড়কে যানবাহন চলাচলের ম্যানহোল যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার মাঝখানের ম্যানহোলের ঢাকনা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন Read more

‘রাশিয়া কি আওয়ামী লীগের বৃত্ত থেকে বের হতে পারবে’
‘রাশিয়া কি আওয়ামী লীগের বৃত্ত থেকে বের হতে পারবে’

৫ই অক্টোবর শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রথম পাতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এবং ১৮ হাজার কর্মী নেয়ার প্রতিশ্রুতির খবর বেশ প্রাধান্য Read more

ড. ইউনূসসহ ১৪ জনের বিচার শুরুর আদেশ ১২ জুন
ড. ইউনূসসহ ১৪ জনের বিচার শুরুর আদেশ ১২ জুন

অর্থ আত্মসাতের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ১২ জুন।

হালান্ডের জোড়া গোলে শিরোপার আরও কাছে ম্যানসিটি
হালান্ডের জোড়া গোলে শিরোপার আরও কাছে ম্যানসিটি

আর মাত্র এক ম্যাচ। এরপরই নির্ধারিত হয়ে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন