কক্সবাজারের টেকনাফে মাদকাসক্ত বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রী নিহত হয়েছে।বুধবার (২ এপ্রিল) সকালের দিকে টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকায় উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে।এবিষয়ে জানতে চাইলে স্থানীয়দের বরাত দিয়ে হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো.আলম জানান, বুধবার সকালের দিকে মাদকাসক্ত খুনি ইব্রাহিম প্রকাশ লুতিয়া বসত বাড়িতে মাদক সেবনের প্রস্ততি নিচ্ছিল। এ সময় ছোট ভাই ইসমাঈলের ‘স্ত্রী’ জান্নাত আরা বিষয়টি দেখতে পায় এবং ঈদ উপলক্ষে বাড়িতে মেহমান আসবে এসব না করার জন্য বাধা প্রদান করলে মাদকাসক্ত খুনি ইব্রাহিম ক্ষীপ্ত হয়ে জান্নাত আরাকে গালি-গালাজ করে। এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়ে প্রাণে মারা যায়।ঘটনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটে যাওয়া ঘটনাটি শুনার পর হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই মোজাহেরুল ইসলাম এক দল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধুর মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। মৃতদেহটি থানায় নিয়ে আসলে লাশের ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।পিএম
Source: সময়ের কন্ঠস্বর