ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতিমা হাসৌনা গত বুধবার (১৬ এপ্রিল) নিহত হয়েছেন। ওই হামলায় তার পরিবারের আরও ৯ সদস্য নিহত হয়েছেন। তবে গাজায় বসবাসরত তরুণ ফটোসাংবাদিক ফাতিমা হাসুনা জানতেন, মৃত্যু তার দোরগোড়ায়। কারণ—গাজায় ১৮ মাস ধরে যুদ্ধের ছবি তুলছেন তিনি। মৃত্যু যেকোনো সময় আসবে জেনেও আবদার ছিলো শুধু একটাই: চুপচাপ এই পৃথিবী থেকে চলে যেতে চান না ফাতিমা।তাই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি যদি মারা যাই, তাহলে ইচ্ছা শুধু এটাই যে আমার মৃত্যু যেন হয় কোলাহলপূর্ণ। আমি শুধু সংবাদের শিরোনাম বা একটি সংখ্যা হতে চাই না। চাই এমন এক মৃত্যু, যা বিশ্ব শুনবে; এমন এক প্রভাব, যা সময়ের সাথে রয়ে যাবে; এমন এক ছবি, যা সময় বা স্থানের গর্ভে ঢাকা পড়বে না।’যা লিখলেন, তাই হয়েছে। হয়তো দয়াময় ঈশ্বর তার ইচ্ছাগুলো শুনেছেন। তবে, বাস্তবে যা ঘটেছে, ভয়াবহ ও হৃদয়বিদারক। কারণ— ইসরায়েলি বিমান হামলায় ফটো জার্নালিস্ট ফাতিমা হাসুনা ও তার পরিবারের ১০ সদস্য ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।গত বুধবার (১৬ এপ্রিল) তার বিয়ের মাত্র কয়েক দিন আগে, ২৫ বছর বয়সী ফাতিমা উত্তর গাজায় তার বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। তার গর্ভবতী বোনসহ পরিবারের আরও ১০ সদস্যও এই হামলায় প্রাণ হারান।আসন্ন কান উৎসবে তথ্যচিত্র ‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ প্রদর্শিত হবে। তথ্যচিত্রটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ফাতিমা। গতকাল সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যচিত্রটি ঘোষণার একদিন পরই গাজা সিটিতে ফাতিমার বাড়িতে হামলা চালায় ইসরায়েল।ইরানি পরিচালক সেপিদেহ ফারসি নির্মিত ‘পুট ইয়র সোল অন ইয়র হ্যান্ড অ্যান্ড ওয়াক’  শীর্ষক এই চলচ্চিত্রে হাসুনা ও ফারসির ভিডিও কথোপকথনের মাধ্যমে গাজায় ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন ও যন্ত্রণার গল্প বলা হয়েছে। ফারসির বর্ণনায়, হাসুনা হয়ে উঠেছিলেন ‘গাজায় আমার একমাত্র চোখ: প্রাণবন্ত ও জীবনোচ্ছ্বল। আমি তার হাসি, কান্না, আশা ও হতাশা সবই ধারণ করেছি’।ফাতিমার মৃত্যুর পর ফারসি বলেন, ‘আমি হারালাম আমার গাজার চোখকে। যাকে দিয়ে গাজার মানুষগুলোকে দেখতে পারতাম। ফাতিমা ছিল এক উজ্জ্বল আলো, যে গাজার বেদনা ও সংগ্রামকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে’।এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এটি ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের ওপর হামলায় জড়িত এক হামাস সদস্যকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১০০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে গণপিটুনির ঘটনা কেন ঘটছে? আইনে এর শাস্তি কী?
বাংলাদেশে গণপিটুনির ঘটনা কেন ঘটছে? আইনে এর শাস্তি কী?

গণপিটুনি দিয়ে হত্যা করা বাংলাদেশে নতুন কিছু নয়। কখনও বিগত সরকারের কর্মী-সমর্থক সন্দেহে কখনও বা ধর্ম অবমাননার অভিযোগে আবার কখনোবা Read more

এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে হলো দুই বিভাগ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার (১২ মে) Read more

১৭ বছর পর সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল
১৭ বছর পর সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল

দীর্ঘ ১৭ বছর পর সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদ দখলে নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দে‌বে না পদ্মা ইসলামী লাইফ
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দে‌বে না পদ্মা ইসলামী লাইফ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পা‌নি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যু‌রে‌ন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ Read more

এবার কলকাতায় প্রদর্শিত হবে ‘দ্য লক্ষণ দাস সার্কাস’
এবার কলকাতায় প্রদর্শিত হবে ‘দ্য লক্ষণ দাস সার্কাস’

সরকারি অনুদানে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য লক্ষণ দাস সার্কাস’।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন