ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঈদ সামনে রেখে সাধারণ যাত্রীরা যাতে নির্ধারিত ভাড়ায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজশাহী শহরের শিরোইল বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।প্রতি বছরের মতো এবারও ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তেই বাস মালিকরা বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় শুরু করেছেন বলে অভিযোগ ওঠে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায়ের খবর পেয়ে বিআরটিএর মনিটরিং টিম মাঠে নামে।বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কয়েকটি বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় কাউন্টারের ম্যানেজারদের সতর্ক করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সব কাউন্টারে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রতিটি বাসে ভাড়া প্রদর্শনের জন্য চার্ট টানানো থাকবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। কাউন্টারগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।অভিযানের খবর শুনে টার্মিনালে অপেক্ষমাণ অনেক যাত্রী স্বস্তি প্রকাশ করেন। বগুড়াগামী এক যাত্রী মো. সেলিম বলেন, প্রতি ঈদেই আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এবার অন্তত প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এটা ভালো লাগছে। অন্যদিকে, রাজশাহী থেকে ঢাকাগামী এক যাত্রী বলেন, বিআরটিএর অভিযান নিয়মিত হলে যাত্রী হয়রানি অনেক কমে যাবে।ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের এই প্রবণতা রোধে বিআরটিএর এই অভিযান প্রশংসনীয়। তবে অনেকেই মনে করেন, শুধুমাত্র অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। এজন্য নিয়মিত মনিটরিং ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।জনসাধারণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিআরটিএ। সাধারণ যাত্রীদেরও সচেতন থাকার পাশাপাশি কোনো অনিয়ম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর Read more

মির্জাপুরে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ
মির্জাপুরে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার Read more

ঈদ উপহার নিয়ে শিশুদের পাশে ইবির সিআরসি
ঈদ উপহার নিয়ে শিশুদের পাশে ইবির সিআরসি

শিশুদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন কাম ফর রোড চাইল্ড এর উদ্যোগে শিশুদের মাঝে Read more

শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন