ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে অন্তত আরো ১৫ জন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম। উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয় টার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে সেখানে অপর আরো দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে চিকিৎসকরা। এসআই মনিরুল ইসলাম আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়েছে। অন্যান্য কোন যানবাহনের ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত গতিতে থাকার কারণে বাসের অনেক যাত্রী আহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আমরা প্রথমে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। পরে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এখনো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত চিকিৎসা দেয়া হচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে তিন ইস্যুতে বিতর্ক, বিরোধিতার মুখে ছাত্ররা
যে তিন ইস্যুতে বিতর্ক, বিরোধিতার মুখে ছাত্ররা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করলেও সংবিধান বাতিল কিংবা রাষ্ট্রপতির পদত্যাগ Read more

কালো টাকা সাদা করার বিধান বাতিল হলে কী হবে অর্থনীতিতে?
কালো টাকা সাদা করার বিধান বাতিল হলে কী হবে অর্থনীতিতে?

অপ্রদর্শিত অর্থের মোড়কে অবৈধভাবে অর্জিত কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াকে শুরু থেকেই বৈষম্যমূলক এবং অনৈতিক বলে দাবি করেছেন অর্থনীতিবিদরা।

ফরিদপুরের সালথায় সড়ক ধসে ১১ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
ফরিদপুরের সালথায় সড়ক ধসে ১১ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের প্রধান সড়ক ধসে ১১ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে এসব গ্রামের অন্তত ২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন