পরমাণু চুক্তি না করলে ইরানে যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি টিভি-কে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ট্রাম্প।বিপরীতে ইরান জানিয়েছে, তারাও ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে।মূলত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি এখনও বিশ বাঁও জলে। এরও আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হতে পারে না। রোববার তার প্রত্যুত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বোমাবর্ষণ এবং অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দেন।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে “বোমাবর্ষণ” করা হবে। তিনি বলেন, “আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে বোমা নিক্ষেপ করা হবে।”এমনকি, এই আক্রমণের তীব্রতা অভূতপূর্ব হবে বলেও জানিয়েছেন তিনি।এখানেই শেষ নয়। তাদের সঙ্গে চুক্তি না হলে অতিরিক্ত শুল্কও চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, “আমি চার বছর আগে যে শুল্ক চাপিয়েছিলাম আবার তা ফিরিয়ে আনব”। তিনি মনে করিয়ে দেন, এর ফলে চাপের মুখে পরবেন সাধারণ ক্রেতারা।এদিন এয়ার ফোর্স ওয়ান ক্যাম্পে ট্রাম্প আরও বলেন, “আমরা আলোচনার জন্য আর সপ্তাহ দুয়েক সময় দেব। তাতে কাজ না হলে আমরা চাপ সৃষ্টি করব। আজ থেকে ছয় বছর আগেও আমি তাই করেছিলাম। তাতে কাজ হয়েছিল।”অন্যদিকে ইরান তাদের অবস্থানে আপাতত অনড়। রোববার ইরানের এক টিভি চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, “আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি কথা বলবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনার সুযোগ রয়েছে।”তিনি আরও জানান, “আমরা আলোচনায় বসতে সবসময়ই প্রস্তুত। কিন্তু আগের বিশ্বাসভঙ্গের কারণে আমরা সন্দিহান”।ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনিও পরোক্ষ আলোচনার পক্ষে বলে জানিয়েছেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের কোচ হলেন মরনে মরকেল
ভারতের কোচ হলেন মরনে মরকেল

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

মিল্টনের বিরুদ্ধে অজস্র অভিযোগ, সবকিছু বিবেচনায় নেবে ডিবি
মিল্টনের বিরুদ্ধে অজস্র অভিযোগ, সবকিছু বিবেচনায় নেবে ডিবি

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানবপাচার, Read more

পুলিশ বিহীন চট্টগ্রাম নগরে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে
পুলিশ বিহীন চট্টগ্রাম নগরে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে

চট্টগ্রাম মহানগরী এখন পুরোপুরি পুলিশ বিহীন। সড়কে নেই ট্রাফিক পুলিশও। এরই মধ্যে নগরীর জীবনযাত্রা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসছে।

উত্তরায় নিহত আসিফের বাড়িতে সাতক্ষীরা আওয়ামী লীগ নেতারা
উত্তরায় নিহত আসিফের বাড়িতে সাতক্ষীরা আওয়ামী লীগ নেতারা

রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহত আসিফ হাসানের পরিবারের খোঁজ খবর নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন