গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন একটি ভবনের ফটকের স্ল্যাব ভেঙে পড়ে রইছ উদ্দিন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারসংলগ্ন পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রইছ উদ্দিন শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় কাপড় ব্যবসায়ী মো. ফাইজ উদ্দিনের নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন।স্থানীয় বাসিন্দা আসাদ প্রধান জানান, ফাইজ উদ্দিনের নির্মাণাধীন ভবনের ফটকের ওপর কংক্রিটের একটি স্ল্যাব তৈরি করা হয়েছিল। সকালে রইছ উদ্দিন স্ল্যাব থেকে সেন্টারিংয়ের কাঠ খোলার জন্য ওপরে উঠেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ স্ল্যাবটি ভেঙে পড়লে তিনি নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, ফাইজ উদ্দিন ভবনের মূল নকশার বাইরে নির্মাণকাজ চালিয়ে আসছিলেন। এ বিষয়ে ভবনের মালিক মো. ফাইজ উদ্দিন বলেন, “আমি চোখের চিকিৎসার জন্য ঢাকায় এসেছি। হঠাৎ করে শুনি দুর্ঘটনার খবর। ভবনের নকশা অনুযায়ীই কাজ করা হয়েছে।”শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর