নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের জামাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ‘বিশেষ দোয়া’ না করায় স্থানীয় ইমামকে ‘চাকুরিচ্যুতের’ হুমকি দেয়ার অভিযোগ উঠেছে৷ সোমবার (৩১ মার্চ) সকালে ফতুল্লার চর কাশীপুর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ওই ঘটনা ঘটে৷ ফতুল্লা থানা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. সৈকত হাসান ইকবাল ওই হুমকি দেন বলে জানান দায়িত্বে থাকা ইমাম মুফতি মুহাম্মাদ ইমদাদুল হক৷ প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে দিনের ২য় ঈদ জামাত চলছিলো৷ নামাজ শুরুর আগে যুবদল নেতা ইকবাল লোক মারফত ইমামের কাছে খালেদা জিয়ার জন্য ‘বিশেষ দোয়া’ করতে বলেন৷ নামায শেষে ইমাম সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন৷ এতে বাঁধে বিপত্তি৷নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামোল্লেখ না করায় সকলের সামনে ইমামকে জেরা করতে থাকেন ইকবাল৷ জেরার মুখে ইমাম জানান, তিনি সকল মুসলিম উম্মাহর জন্যই দোয়া করেছেন, তাই আলাদাভাবে কারো নামোল্লেখ করেননি। তবে ওই উত্তরে সন্তুষ্ট না হয়ে ইমাম ইমদাদুল হকের চাকুরি খেয়ে ফেলার ও দেখে নেয়ার হুমকি দেন ইকবাল। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মুফতি মুহাম্মাদ ইমদাদুল হক বলেন, আমি চর কাশীপুরের আঞ্জুবাহার জামে মসজিদের খতিব৷ আজ কাশীপুর কেন্দ্রীয় ঈদগাঁয়ে দিনের দ্বিতীয় জামাতে ইমামতির দায়িত্বে ছিলাম৷ নামাজ শুরুর আগে একজন ব্যক্তি এসে নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে বলেন৷ এটা তো আসলে আম মজলিশ। সব দলের লোকই এখানে থাকায় নির্দিষ্ট কারো নামোল্লেখ না করে আমি মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা করি৷ কিন্তু নামাজ শেষেই যুবদল নেতা ইকবাল সবার সামনে আমার দিকে তেড়ে আসেন। একপর্যায়ে তিনি আমার চাকুরি খেয়ে ফেলার ও আমাকে দেখে নেয়ার হুমকি দেন৷ সকল মুসুল্লির সামনেই তিনি এভাবে আমাকে নাজেহাল করেন৷ বিষয়টি স্থানীয় ঈদগাঁ কমিটিকে অবগত করা হয়েছে বলেও জানান ইমদাদুল৷ ঘটনার বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করেছেন ইমদাদুল৷ সেখানে তিনি কাশীপুর ইউনিয়ন বিএনপির কাছে দ্রুত পদক্ষেপের পাশাপাশি স্থানীয় মুরুব্বিদের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মো. সৈকত হাসান ইকবাল বলেন, ‘আমি তাকে (ইমদাদুল হক) কোনোপ্রকার হুমকি দেইনি৷ বেগম খালেদা জিয়ার নামোল্লেখ না করার বিষয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম ৷ তিনি বলেছেন, নামোল্লেখে না কি তিনি বাধ্য নন৷ তার চাকুরি খেয়ে ফেলার কোনো কথা বলিনি৷’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে ভূমি কর্পোরেট সেবা চালু, এক কক্ষে মিলবে সব সেবা
দেবীগঞ্জে ভূমি কর্পোরেট সেবা চালু, এক কক্ষে মিলবে সব সেবা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমি-সংক্রান্ত জটিলতা ও হয়রানির অবসান ঘটাতে চালু হলো ‘ভূমি কর্পোরেট সেবা’। সোমবার (১৯ মে) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা Read more

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।মঙ্গলবার (৬ মে) সকাল Read more

রাজশাহী কলেজে ফরম ফিলাপ ফি কমানোর দাবি
রাজশাহী কলেজে ফরম ফিলাপ ফি কমানোর দাবি

উচ্চশিক্ষা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন যখন আর্থিক প্রতিবন্ধকতার মুখে পড়ে, তখন তা হতাশার জন্ম দেয়। রাজশাহী কলেজের অনার্স Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন