মাদারীপুরের কালকিনিতে আগুনে পুড়ে গেছে প্রায় ১২০০ শত পানের বরজ  এতে পান চাষীদের ক্ষতি হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার । রবিবার (৩০ মার্চ) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। কালকিনি পৌর সভার ২ নং ওয়ার্ডের চর ঠেঙ্গামারা গ্রামে এ পানের বরজ গুলোতে আগুন লাগে। স্থানীয় সূত্রে  ও প্রত্যক্ষ্যদর্শী  জানায়, রবিবার বেলা ১২ঃ৩০ টার   দিকে পানের বরজ গুলোর দক্ষিন পাশে একটি ছনের জমি রয়েছে সেই ছন গাছে স্থানীয় এক কৃষক আগুন দিলে দক্ষিনা হওয়ায় আগুনের ফুলকি এসে এই পানের বরজ গুলোতে লাগে আর এতেই আগুন লেগে যায় পানের বরজে এভাবেই সূত্রপাত হয় আগুনের এবং  সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে পানের বরজের উপর এবং মূর্হুতের মধ্যেই পুড়ে যায় প্রায় ১২০০  শত পানের বরজ।  কালকিনি ফায়ার সার্ভিসকে খবরের পাশাপাশি আগুন নিভানোর জন্য স্থানীয় লোকজন মসজিদে মাইকিং করে এবং যার যা আছে তাই নিয়ে আগুন নেভানোর কাজে নেমে পরে। ফায়ার সার্ভিস আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রনে নেয় স্থানীয় লোক জন।পান চাষী এনায়েত হোসেন বলেন,  আমরা বরজের  ভিতরে কাজ করতে ছিলাম হঠাৎ দেখি আগুন আর আগুন মূর্হুতের মধ্যে ছড়িয়ে পড়লো সবখানে। আমি শেষ, আমার স্বপ্ন শেষ। আমি এখন কি করবো জানিনাকালকিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খোকন জমাদার বলেন , দক্ষিণ চড় ঠেঙ্গামারা ০২ নং ওয়ার্ড বেপারী বাড়ী পানের বরজে যে আগুন লেগেছে স্থানীয় জনতা কতৃক চেষ্টা  করে  ব্যর্থ হলে  পরে ৯৯৯ ফোন করে ফায়ার  ফায়ার সার্ভিসের সহযোগিতা চায় পরবর্তীতে আমরা ঘটনা স্থানে গিয়ে দেখি স্থানীয় জনতা কতৃক আগুন নির্বাপন হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে চিনি লুট: ছাত্রলীগ নেতা তাহমিদ গ্রেপ্তার
সিলেটে চিনি লুট: ছাত্রলীগ নেতা তাহমিদ গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে সরকারি নিলামে কেনা এক ব্যবসায়ীর ২৪ লাখ টাকার চিনি লুটের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক Read more

ইসরায়েলের ওপর ইরানের হামলায় কে জিতল আর কে হারলো?
ইসরায়েলের ওপর ইরানের হামলায় কে জিতল আর কে হারলো?

"ইরানের পক্ষে ড্র"। এভাবেই ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রথমবারের মতো সরাসরি হামলার বর্ণনা দিয়েছেন কিছু বিশ্লেষক। আবার এই হামলায় ইসরায়েলের লাভও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন