পাবনার ফরিদপুর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।সোমবার (২৪ মার্চ) দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন (২৯) ফরিদপুর উপজেলা সদরের খলিশাদহ গ্রামের মৃত আব্দুল লতিফ ওরফে লেদুর ছেলে।মামলার এজাহার সুত্রে জানা যায়, ফরিদপুর উপজেলা সদরের বনওয়ারীনগর আলীম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রতিদিনের ন্যায় ২০২২ সালের ২ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়তে যাচ্ছিল। শিশুটি খলিশাদহ ওয়াবদা বাঁধের কাছে পৌঁছালে অজ্ঞাত এক ব্যাক্তি শিশুটিকে জোরপূর্বক ধরে পার্শ্ববর্তী শরিফুল ইসলামের পরিত্যাক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দিনই অজ্ঞাত এক ব্যাক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রসুক্তির সাহায্যে নাজমুল হোসেনকে সনাক্ত করে ঘটনার চার দিন পর সিরাজগঞ্জ জেলা সদর থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।আদালতের বিচারক স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট নাজমুল হাসান শাহীন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রেন্টু।রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাডভোকেট নাজমুল হাসার শাহীন বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের এই আদেশে খুশি।তবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামী পক্ষের অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রেন্টু। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে আমার মোক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি- সেখানে আমার মোক্কেল ন্যায় বিচার পাবেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ভুয়া কানাডিয়ান হাইকমিশনার আটক
পাবনায় ভুয়া কানাডিয়ান হাইকমিশনার আটক

কানাডিয়ান হাইকমিশনার পরিচয়ে ভূমি অফিসে দলিলের নাম পরিবর্তন করতে এসে এম আফজাল হোসেন (৭০) নামের এক ব্যক্তি পুলিশের হাতে আটক Read more

দুপুরে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন কোটা আন্দোলনকারীরা
দুপুরে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন কোটা আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন