সূর্য ডুবছে ধীরে, গোধূলির রঙে রাঙা আকাশ। আজানের সুর ভেসে আসে বাতাসে, আর পদ্মার পাড়ে জড়ো হয় বন্ধুত্বের স্রোত। নদীর মৃদু ঢেউয়ে ছলছল করে স্মৃতির আলো। ইফতারের টানেই শুধু নয়, মেলবন্ধনের আশাতেই জড়ো হয় প্রিয় মুখগুলো।শনিবার (২৯ মার্চ) মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী এলাকায় ইফতারের সেই আনন্দঘন দৃশ্য ফুটে ওঠে। কেউ বসেছে সাদা চটের উপর, কেউ বা মাদুরে গা এলিয়ে দিয়ে উপভোগ করছে প্রকৃতির মাধুর্য। ছোটদের হাতে লাল টুকটুকে তরমুজ, পেয়ারা, আঙুর, জুস আর বিশুদ্ধ পানির বোতল। মুখে হাসির আভা, মনে একসাথে থাকার আনন্দ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজীব মাদবর, এই ইফতারের আয়োজক। তিনি বলেন, “এখানে যারা আছে, তারা সবাই আমার ভাই। কেউ বড়, কেউ ছোট, কিন্তু হৃদয়ের বন্ধন চিরকালীন। এক স্কুলের গণ্ডি পেরিয়ে জীবনের ভিন্ন পথে হাঁটছি, তবু ইফতার আমাদের এক সুতোয় গেঁথেছে।”ইফতার করতে আসা ইঞ্জিনিয়ার আরিফ হোসেন তন্ময় বলেন, “ঈদের ছুটিতে বাড়িতে আসা মানেই শৈশবের স্মৃতিচারণ। আমি যে স্কুলে পড়েছি, সেখানকার অনেকেই এখন জীবনযুদ্ধে সফল। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ইফতারের মাধ্যমে ওদের সাথে সৌজন্য সাক্ষাৎ করাই আমার মূল উদ্দেশ্য।”শরিয়তপুর জেলা তথ্য অফিসার জনাব শাহিন আলম বলেন, “সরকারি ছুটি কাটাতে বাড়িতে ফিরেছি। আমার প্রিয় স্কুলের অনেক শিক্ষার্থী আজ স্বপ্ন ছুঁয়েছে, কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ বা দেশের গর্বিত নাগরিক। ইফতারের এই মহৎ আয়োজন শুধু খাবারের নয়, এটি ভালোবাসার, সম্মানের, অনুপ্রেরণার মেলবন্ধন।”পদ্মার মায়াবী হাওয়ায়, সন্ধ্যার নরম আলোয়, ইফতারের প্রতিটি মুহূর্ত যেন ছিল স্মৃতির নতুন উপহার। কালের স্রোতে ভেসে গেলো সময়, কিন্তু স্নেহের ভাইদের এই ইফতার সন্ধ্যা থেকে যাবে হৃদয়ের আয়নায়, চিরকাল।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ৬০ জনের মৃত্যু
ভারতে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ৬০ জনের মৃত্যু

যে জায়গায় এক ধর্মগুরুর ভাষণ শোনার জন্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল, সেটি ইটাহ এবং হাথরাস জেলা দুটির সীমান্তে। হিন্দুদের ধর্মীয় Read more

কুষ্টিয়ায় লালন অনুসারী বৃদ্ধা নারীর ঘর নিয়ে আসলে কী হয়েছিলো
কুষ্টিয়ায় লালন অনুসারী বৃদ্ধা নারীর ঘর নিয়ে আসলে কী হয়েছিলো

লালন শাহের অনুসারী গাজীর উদ্দীন ফকিরের স্ত্রী চায়না বেগমের দাবি, বহু বছর আগে তার স্বামী মৃত্যুর সময় বলেছিলেন, কোথাও জায়গা Read more

সোনালীর সঙ্গে একীভূত হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক
সোনালীর সঙ্গে একীভূত হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক

বিভিন্ন ব্যাংকের একত্রীকরণের চলমান প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত ‘সোনালী ব্যাংক পিএলসি’ এর সঙ্গে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি’(বিডিবি)-এর একত্রীকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন