যশোর সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে দুই কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৬৩৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, পাতার বিড়ি, শাড়ি, থ্রিপিস, তৈরী পোশাক সামগ্রী, চকলেট, আতশবাজি, ওষুধ এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (২৯ মার্চ) এসব পণ্য চালান আটক করা হয়। তবে এ সময় কোন চোরাচালানীতে আটক করতে পারেনি বিজিবি।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে চোরাকাবারীরা তৎপর হয়ে উঠেছে। চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশে পাচার করছে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি‘র আভিযানিক কর্মকান্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ মার্চ) যশোর ৪৯ বিজিবি‘র আওতাধীন টহলদল বেনাপোল, শাহজাদপুর, পাঁচপীরতলা, আন্দুলিয়া, কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোষ্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানের ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, পাতার বিড়ি, শাড়ী, থ্রিপিস, তৈরী পোশাক সামগ্রী, চকলেট, আতশবাজি, ওষুধ এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য দুই কোটি ৭৫ লাখ২৯ হাজার ৬৩৫ টাকা।আটককৃত মালামাল যশোর ও বেনাপোল কাস্টমসে জমা করা প্রক্রিয়াধীন রয়েছে।বিজিবি অধিনায়ক আরো জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলে তিনি জানান। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য দেড় লাখ ইউরো দিচ্ছে আইরিশ এইড
রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য দেড় লাখ ইউরো দিচ্ছে আইরিশ এইড

আয়ারল্যান্ডের সিভিল সোসাইটি পার্টনারশিপের (আইসিএসপি) অ্যাকিউট ক্রাইসিস স্ট্রিমের (এসিএস) আওতায় বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে ১ লাখ ৪৮ হাজার Read more

ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই
ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই

ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন মারা গেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর স্কয়ার হাসপাতালে বিকেল ৩টার দিকে মারা যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন