রংপুর রেলস্টেশন এলাকায় থেকে অপহৃত ৪ শিশুসহ আদুরী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) রাত ১০ টার দিকে রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম। পুলিশ সুত্রে জানা যায়,  রংপুর নগরীর ৭নং ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই মহিলা ইফতার পরবর্তি উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানালে রেলস্টেশন, বাসস্টান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ। এরপরেই স্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই মহিলাকে রেলওয়ে পুলিশ আটক করে। এদিকে ভুক্তভোগি পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের বেলা আদুরী বেগম নামের ওই নারী নগরীর ৭নং ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন এবং সাহরী খান। আজকে সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তি কোন এক সময় ওই নারী ৬ থেকে ১০ বছরের ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশকে জানানো হয় ঘটনাটি। এরপরেই রংপুর রেলওয়ে স্টেশন এলাকায় ৪ শিশুসহ ওই মহিলাকে আটক করা হয়। রংপুর রেলপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, আমরা ৪ শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করেছি। ইতিমধ্যে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসারদের কাছে হস্তান্তর করেছি। কিন্তু উত্তেজিত জনতার কারনে অপহৃত শিশুসহ ওই নারীকে নিরাপদে নেয়া সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ডায়াবেটিক ধান’ চাষে আশানুরূপ ফলন 
‘ডায়াবেটিক ধান’ চাষে আশানুরূপ ফলন 

ডায়াবেটিস রোগীর কথা চিন্তা করে স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট সম্পন্ন পুষ্টিকর ব্রি ধান-১০৫ ‘ডায়াবেটিক ধান’ উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট Read more

পদত্যাগ করলেন জাবি উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ
পদত্যাগ করলেন জাবি উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ

পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

ইবিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি
ইবিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিতকরণে তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন