বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে ৩৯৮ বস্তা আটা ও একটি ট্রাক আত্মসাৎ মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে আত্মসাৎকৃত মালামালসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ১৯ হাজার ৯০০ কেজি আটা ও প্রায় ১১ লাখ টাকা মূল্যের একটি ট্রাক।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ (মঙ্গলবার) উপজেলার গড়েরবাড়ী গ্রামের বাসিন্দা কাওছার আহম্মেদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পেশায় একজন ট্রাক মালিক। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মালিকানাধীন ঢাকা মেট্রো-ট-১৬-৮৭০১ রেজিস্ট্রেশন নম্বরের একটি ট্রাক চালক বেলাল হোসেন ও হেলপার মোস্তফার কাছে ভাড়ায় পরিচালনার জন্য দেন। ২৪ মার্চ দুপুরে দড়িমুকুন্দ বাজার থেকে জনৈক শামীম শেখের কাছ থেকে ৩৯৮ বস্তা আটা লোড করে নন্দীগ্রাম কোয়ালিটি ফিড মিলে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা মালামাল গন্তব্যে না পৌঁছে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়।ওই ঘটনায় ভুক্তভোগী কাওছার আহম্মেদ বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলাটি প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ মার্চ রাত ৩টা ৩০ মিনিটে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের সামনে পাকা রাস্তার ওপর থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মৃত আ. গনি শেখের ছেলে বেলাল হোসেন (৪০), এবং আজগর হাজীর ছেলে মো. মোস্তফা (৩৮)। দুজনেই বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।গ্রেপ্তারের সময় ৩৯৮ বস্তা আটা ও আত্মসাৎ করা ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে মোট ওজন ১৯ হাজার ৯০০ কেজি। আটার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা এবং ট্রাকের মূল্য প্রায় ১১ লাখ টাকা।এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তি এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে সফল অভিযানে মালামাল উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পবিত্র জুমাতুল বিদা আজ: রমজানের শেষ জুমার তাৎপর্য
পবিত্র জুমাতুল বিদা আজ: রমজানের শেষ জুমার তাৎপর্য

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ (২৮ মার্চ)। মুসলিম উম্মাহর কাছে দিনটি জুমাতুল বিদা নামেও পরিচিত। এটি Read more

চার হয়েও কেন হলো না, আক্ষেপে পুড়ছে বাংলাদেশ
চার হয়েও কেন হলো না, আক্ষেপে পুড়ছে বাংলাদেশ

আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বড় একটি ক্ষতি হয়ে যায়।

‘জালিম শক্তির ধ্বংস ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না’
‘জালিম শক্তির ধ্বংস ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না’

কোটা সংস্কার আন্দোলনকালে সহিংসতায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়ার মাগফিরাত কামনায় দোয়া Read more

জাতীয় ফল মেলা শুরু বৃহস্পতিবার 
জাতীয় ফল মেলা শুরু বৃহস্পতিবার 

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়িতে কেআইবি চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (৬ জুন)।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের নাম পরিবর্তনের সম্মতি ডিএসই’র
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের নাম পরিবর্তনের সম্মতি ডিএসই’র

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন