বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাআত সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে এই বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী উক্ত নামাজের জামাআত অনুষ্ঠিত হবে।সেক্ষেত্রে বুয়েট কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টায়, বকসি বাজার বায়তুস সালাম মসজিদে সকাল ৮টায় ও আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল ৮টায়।এছাড়া সকলকে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল ফিতরের নামাজের জামাআতে আসার জন্য অনুরোধ জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর