২০০৮ সালের ৫ জুন দেশের ২৯তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। শুরু থেকেই উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আধুনিক বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই বিশ্ববিদ্যালয়।তবে দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও এখনও কোনো সমাবর্তন আয়োজন করা হয়নি। নিয়ম অনুযায়ী, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে সনদ প্রদানের জন্য সমাবর্তন অনুষ্ঠিত হয়। কিন্তু পাবিপ্রবির গ্র্যাজুয়েটরা এখনো সেই আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা দ্রুত সমাবর্তনের আয়োজনের দাবি জানিয়ে আসছেন।শিক্ষার্থীদের মতে, সমাবর্তন শুধু আনুষ্ঠানিকতা নয়। এটি তাদের পরিশ্রমের স্বীকৃতি, আত্মবিশ্বাসের প্রতীক এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদার একটি গুরুত্বপূর্ণ অংশ। পাবিপ্রবি প্রশাসনের উচিত দ্রুত সময়ের মধ্যে সমাবর্তনের তারিখ নির্ধারণ করা।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। দীর্ঘদিন ধরে তারা সবাই সমাবর্তনের অপেক্ষায় রয়েছেন।সমাবর্তন না হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, এই অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি। দীর্ঘ প্রতীক্ষার পরও সমাবর্তন না হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।২০০৮-০৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের গ্র্যাজুয়েট মো. শামীম হাসান বলেন, “প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হওয়া জরুরি। আমাদের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ডিগ্রি লাভের যে স্বীকৃতি বা সার্টিফিকেট প্রাপ্তি এবং এই মুহূর্তকে যে আমরা স্মৃতি হিসেবে রেখে দেব, সেইসাথে সমাপ্তিটা সুন্দর হবে-এই জন্যেই সমাবর্তন হওয়াটা জরুরি। কিন্তু দুঃখের বিষয়, প্রতিষ্ঠার ১৭ বছরেও আমরা ১০ বছর আগে বের হয়ে গেলেও এখন পর্যন্ত সমাবর্তনের মুখ দেখতে পাইনি। এটি সত্যিই দুঃখজনক। আমি এটাকে প্রশাসনিক ব্যর্থতাই বলব।”অন্যদিকে, ২০১২-১৩ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের গ্র্যাজুয়েট সুমাইয়া হক বলেন, “প্রত্যেক শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয় জীবনের শেষ মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চায়। সমাবর্তন সেই সুযোগ দেয়। কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে, সমাবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এমনকি প্রশাসন থেকে একটি সুনির্দিষ্ট তারিখও ঘোষণা করা হচ্ছে না। আমরা কি চিরকাল অপেক্ষায় থাকব?”নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, চার বছরের স্নাতক শেষ করে একদিন গাউন ও টুপি পরে বন্ধুদের সঙ্গে স্মৃতিময় মুহূর্ত কাটানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে। আমাদের পরিচিত অনেকেই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তনের মাধ্যমে সনদ পেয়েছে, আমরা এখনও সেই স্বপ্নই দেখে যাচ্ছি। শুধু পাবিপ্রবির শিক্ষার্থীদের কেন এভাবে বঞ্চিত করা হচ্ছে? আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।শিক্ষকরাও মনে করেন, নিয়মিত সমাবর্তন আয়োজন না হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য দুর্বলতার পরিচায়ক। জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল ইসলাম বলেন, “সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন, যা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়। আমি যতদূর জানি, এতদিন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত স্থাপনা, জায়গার সংকট ও নানা দিক দিয়ে পিছিয়ে থাকায় সমাবর্তনের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। আশা করি, নবনির্মিত কনভেনশন হলসহ বিভিন্ন স্থাপনাগুলো চালু হয়ে গেলে খুব দ্রুতই বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তন আয়োজন করতে পারবে। সেইসাথে অনেক ফ্যাকাল্টি মেম্বার এখন এই বিষয়টি নিয়ে এগিয়ে আসছেন বলে জানি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুল আওয়াল নয়াদিগন্তকে বলেন, এর আগে বিভিন্ন কারণবশত হয়তো এতদিনেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়ে ওঠেনি। আমরা স্বল্প সময় এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আসলেও এতটুকু বলতে পারি—আমরা অবশ্যই সমাবর্তনের উদ্যোগ নেব। যেহেতু সমাবর্তন একটি বড় আয়োজন, এ মুহূর্তে নির্দিষ্ট করে সময় বলতে পারছি না। তবে দ্রুততম সময়ের মধ্যে আমরা এই আয়োজন করতে পারব।শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আশা করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সমাবর্তনের আয়োজন করবে এবং এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেখানে পৌঁছেছেন Read more

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের বাকলিয়া Read more

ইরানে আদালতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৫
ইরানে আদালতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১৩ জন আহত Read more

৯ জুলাই: নামাজের সময়সূচি
৯ জুলাই: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৯ জুলাই ২০২৫ ইংরেজি, ২৫ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৩ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!
বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একজন স্কুল ছাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (০৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন