নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে যুক্ত হল ৮ জোড়া অত্যাধুনিক কমিউটার ট্রেন। বুধবার (২৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ট্রেন সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন।এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে যোগদানের পরপরই বিভিন্নজনের সঙ্গে কথা বলে রেল যোগাযোগের সমস্যার বিষয়টি উপলব্ধি করেন। তিনি রেল যোগাযোগ আরও বেশি জনবান্ধব করার লক্ষ্যে কাজ শুরু করেন। এর ধারাবাহিকায় তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচলের ঘোষণা দেন।উদ্বোধনকালে তিনি বলেন, এখন থেকে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনগুলোতে ১১টি বগি রয়েছে। ট্রেনে বসে ৫৯২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। পাশাপাশি এক হাজার ১৭৬ জন যাত্রী চলাচল যাতায়াত করতে পারবে। যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে যেতে পারবেন। বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।তিনি আরও বলেন, অনেকেই মনে করছেন ট্রেনটি চাকচিক্যময় হলে ভালো হতো। এই ট্রেনটি নতুন মেট্রোরেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই। আগামী প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে চাই।এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রিমিয়ার লিগ থেকে ছুটিতে লিটন
প্রিমিয়ার লিগ থেকে ছুটিতে লিটন

একেবারে ‘আউট অব ফর্ম’ বলতে যা বুঝায় লিটন কুমার দাস সেই সময়টাই পাড় করছেন। কঠিন এ সময়টায় তাকে বিশ্রাম দেওয়ার Read more

অল্পদিনে কয়েকটি ঘটনা, বাংলাদেশ বিমানের বোয়িং নিয়ে চিন্তার কারণ আছে?
অল্পদিনে কয়েকটি ঘটনা, বাংলাদেশ বিমানের বোয়িং নিয়ে চিন্তার কারণ আছে?

চলতি সপ্তাহে ছোট ছোট ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটের যাত্রা বিঘ্নিত হয়েছে। গত কয়েক মাসে ঘটেছে এমন আরো কয়েকটি Read more

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি
অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি

চোট গুরুতর হওয়ায় মেসি দলের সঙ্গে দেশে ফেরেননি।

কোপা নাকি ইউরো: কার ‘প্রাইজমানি’ বেশি
কোপা নাকি ইউরো: কার ‘প্রাইজমানি’ বেশি

দেখতে দেখতে শেষের পথে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২৪। আর মাত্র কয়েকটি ম্যাচ, এরপরই পর্দা নামবে দুই মহাদেশের মর্যাদাপূর্ণ দুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন