২৭ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে মালামাল আমদানি হবেনা। ফলে ৯ দিনের লম্বা ছুটি থাকবে দর্শনা বন্দর। বুধবার (২৬ মার্চ) স্টেশন কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মিও উৎসব ঈদুল ফিতর পালন উপলক্ষে দেশে প্রায় সপ্তাহ খানেক সরকারিভাবে ছুটি ঘোষনা করা হয়েছে। যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকায় আমদানি করা টাকা জমা দিয়েও আমদানি রপ্তানি করতে পারবেনা। এ জন্য বাংলাদেশ রেল ভবন কর্তৃপক্ষের নির্দেশে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে ভারত থেকে কোন আমদানি করা মালামাল প্রবেশ না করায় ৯ দিন ছুটি থাকবে।দর্শনা রেল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলি জানান, এ বিষয়ে বন্দর সংশ্লিষ্ট সকল কর্মচারি কর্মকর্তা ও বন্দর শ্রমিকরা ৯ দিন ছুটি কাটাতে পাবরে।তবে দর্শনা ইমিগ্রেশনের ওসি মো. রমজান আলি ও কাস্টমস কতৃপক্ষ জানান, দর্শনা আন্তর্জাতিক স্থলপথে  বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। এখানে সরকারি ছুটি কার্যকর গ্রহন যোগ্য হবেনা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উঠে যাচ্ছে শেখ হাসিনা সেতুর কার্পেটিং
উঠে যাচ্ছে শেখ হাসিনা সেতুর কার্পেটিং

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর একাধিক স্থানের কার্পেটিং উঠে যেতে শুরু করেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন