বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ২৪-কে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলেন। আসলে আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়, ৭১ এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না। সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়।আজ বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকাল সোয়া আটটার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন। মির্জা আব্বাস বলেন, ‘এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আলাদা কথা বলছি, হতে পারে। কিন্তু যখন প্রয়োজন হবে, তখন বাংলাদেশের জনগণ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এক হয়ে যাবে। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে হারিয়ে ফেলেছিলাম। ৫ আগস্টের পরে আবার নতুন করে পেয়েছি।’ স্বাধীনতার ৭১ এর বীর শহীদ, যারা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা এনে দিয়েছেন—তাদের স্মরণ করছি। তাদের পরিবারের যারা এখনো বেঁচে আছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ তিনি বলেন, ‘অনৈক্য কিছু নেই। স্বার্থের সংঘাত আছে, প্রতিটি দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। যার যার মতাদর্শ থেকে কথা বলে। এটা আমি অনৈক্য বলব না। এমন সময় যদি কখনো আসে, জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব। এখানে কোনো ভুল নেই।’বিএনপির এই নেতা বলেন, ‘এখন দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা কথা বলছি, হতে পারে। কিন্তু যখন প্রয়োজন হবে, তখন বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে।’নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন—ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলই প্রতিপক্ষ। তবে নির্বাচন হবে না, এমনটা বিশ্বাস করতে চাই না।’এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসিতে মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য
এসএসসিতে মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য

এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৭৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার Read more

রাঙ্গুনিয়ায় কোরবানির মহিষের আক্রমণে নিহত ১
রাঙ্গুনিয়ায় কোরবানির মহিষের আক্রমণে নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মো. মহসিন (৩৭) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও Read more

পাকিস্তানে তীব্র গরমে ৫৬৮ জনের মৃত্যু
পাকিস্তানে তীব্র গরমে ৫৬৮ জনের মৃত্যু

পাকিস্তানে তীব্র গরমে ৫৬৮ জনের মৃত্যু হয়েছে।

লিগ্যাসি ফুটওয়্যার উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
লিগ্যাসি ফুটওয়্যার উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে চামড়া খাতে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা শাহনাজ সুলতানার শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন