সৌদি আরবের ইসলামিকবিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ দেশের সব মন্ত্রণালয় শাখাকে নির্দেশ দিয়েছেন যেন ঈদুল ফিতরের জামাত সূর্যোদয়ের ১৫ মিনিট পর নির্ধারিত স্থানগুলোতে অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে, তবে ঈদগাহের পাশের মসজিদ বা যেসব মসজিদ সাধারণত ঈদের জামাতের জন্য ব্যবহৃত হয় না, সেসব জায়গায় স্থানীয় বাসিন্দারা তাদের নির্ধারিত ঈদগাহে নামাজ আদায় করবেন।ঈদুল ফিতরের নামাজ সম্পর্কিত মন্ত্রণালয়ের নির্দেশনা: মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-  ঈদের জামাত নির্ধারিত ঈদগাহ মসজিদ ও অন্যান্য মসজিদে অনুষ্ঠিত হবে, তবে যেসব মসজিদ ঈদগাহের খুব কাছাকাছি বা যেসব এলাকা সাধারণত ঈদের জন্য মসজিদ ব্যবহার করে না, সেসব স্থানে স্থানীয় মসজিদেই নামাজ আদায় করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সব মসজিদ সম্পূর্ণ প্রস্তুত রাখতে নির্দেশ দেয়া হয়েছে। খবর গালফ নিউজের। নির্ধারিত ইমামদেরকে উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য নিযুক্ত করা হয়েছে। যদি বৃষ্টিপাত হয়, তাহলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে নামাজ নির্ধারিত মসজিদের ভেতর আদায় করা হবে, যাতে তারা শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন।ঈদুল ফিতরের নামাজের প্রস্তুতি: সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় দেশজুড়ে সব মসজিদ ও খোলা ঈদগাহ মাঠ প্রস্তুত করার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে।সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই প্রচেষ্টা মুসল্লিদের জন্য একটি পরিশুদ্ধ ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন।সারা রাজ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও সাউন্ড সিস্টেমের রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হয়েছে, যাতে নামাজ আদায় করতে আসা সবাই আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ছেলের হাতে বাবা খুন
ভোলায় ছেলের হাতে বাবা খুন

ভোলার চরফ্যাশনে খাবারের তরকারী রান্না ভালো না হওয়ায় পুত্রবধুকে গালমন্দ করায় ছেলে ক্ষিপ্ত হয়ে বাবাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে, Read more

‘চীনে বিক্রি পাহাড়ি তরুণীরা’
‘চীনে বিক্রি পাহাড়ি তরুণীরা’

২৩শে এপ্রিল মঙ্গলবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রথম পাতায় .. সংক্রান্ত খবর বেশ প্রাধান্য পেয়েছে। সেইসাথে .. খবর আলোচনায় আছে।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন