গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৩৪ জন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮২ জনে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ছাড়া, ইসরায়েলি হামলায় আহত আরও ১৩৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। যার ফলে আহতের সংখ্যা বেড়ে এক লাখ ১৩ হাজার ৪০৮ জনে পৌঁছেছে।বিবৃতিতে আরও জানানো হয়, “ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অনেক মরদেহ পড়ে রয়েছে, কারণ উদ্ধারকর্মীরা এখনও সেখানে পৌঁছাতে পারছেন না।”এদিকে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি দুই সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২০৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।অপরদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী তিনজন ফিলিস্তিনিকে আটক করেছে, যাদের মধ্যে অস্কারজয়ী ডকুমেন্টারি নির্মাতা হামদান বল্লালও রয়েছেন।গত ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় আকস্মিক বিমান হামলা চালায়। এতে অন্তত ৭৩০ জন নিহত এবং প্রায় এক হাজার ২০০ জন আহত হয়। যদিও জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল।এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।এ ছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় পরিচালিত যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলাও চলছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

ক্রিকেট জাতীয় স্কুল ক্রিকেট ফাইনাল কে জি ইউনিয়ন–কদমতলা পূর্ব বাসাবো সরাসরি, সকাল ৯টা; টি স্পোর্টস ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল Read more

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪১ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব থামছেই না।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন